নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেশি কথা কইয়েননা আমি রাজনীতি করি না আপনার সমস্যা কি । রাজাকারের বিচার একদিন না একদিন ঠিকই শেষ হবে ।
১।
কারো কাছে ভালো লাগতে পারে আবার কারো কাছে নাও লাগতে পারে তাতে আমার কিছু আছে যায় না।
আমার তাকে ভালো লাগে এটাই বড় কথা । আমি তাকে ভালোবাসি এবং আমি তো তাকে পষন্দ করি সে হয়তো পরর্শির কাছে হিংসে লাগে তাই কেও চায়না আমি তাকে আমার মন দেই।হা…………..না চোখে পচন্ত ঘুম এসেছে আর পারছি না গেল কালকেও অনেক রাতে ঘুমিয়েছি আজ আর অত রাত পযন্ত জেগে কাজ নেই প্রতিদিন এত রাত উপধি জেগে থাকলে শরীর খারাপ করবে । হুম……………না ঘুমতে যাই । কাল আবার বিজ্ঞান ক্লাস আছে।
২।
ওহ কে আবার এত সকালে ফোন দিলো । চশমাটা চোখে দিয়ে ওহ প্রতিদিনের মতো আজ মোবাইলের এলাম বেঁজে উঠেছে আর আমি ভেবে বসে আছি কে যেন ফোন দিয়েছে ।আজ কাল আমাদের শুধু ভুল হয় অথচ নানির মুখে সেদিন শুনলাম নানার সাথে তাদের বিবাহের আগে ভাবের কথা । তা হবে প্রায় ষাট বছর আগের কথা অথচ বুড়ি কি সুন্দর যেন মুখে কথার খই ফুটেছে টস টস করে মুখস্থ প্রেমের বিদ্যা বলে দিলো ।বাবা তাদের মাথার কি মোটা মেমরি আর আমাদের মাথায় মনে হয় পাতলা কাগজ হালকা বাতাস লাগলে সে কাগজ আকাশের কোন অজানা ঠিকানায় উড়ে যায় । তা সারা আর কি বুড়ি কত সুন্দর নানার সাথে প্রেমের কথা বললো আমরা প্রেমেতো দূরের কথা দুপরে কি দিয়ে খেলাম রাতে কেউ জিজ্ঞাসা করলে সেতা বলতে পারি না ।না এ যন্ত্রের যুগে এসে আমরাও যন্ত্র অংশ হয়েগেলাম ।যন্ত্রের মতো আমাদেরও ব্যটারি চার্জ খুব দ্রুত কমে যায় ।তাই হয়ত আমাদের মেমরী ঠিক মত কাজ করে না ।আর হবেই না বা কেন আজ কাল সকল খাবারই তৈরি হচ্ছে যন্ত্রের আর ফরমুলা দিয়ে ।
১৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২৯
বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ ভাল থাকুন
২| ১৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২৫
দিশেহারা রাজপুত্র বলেছেন:
১৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২৯
বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ ভাল থাকুন
৩| ১৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৮
কালের সময় বলেছেন: এত কষ্ট
১৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২৯
বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ ভাল থাকুন
©somewhere in net ltd.
১| ১৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২০
ভূতের কেচ্ছা বলেছেন: আহারে.......কত দুকককককককককক