নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেশি কথা কইয়েননা আমি রাজনীতি করি না আপনার সমস্যা কি । রাজাকারের বিচার একদিন না একদিন ঠিকই শেষ হবে ।
জীবনটা আমার এক পোড়া মাটি
তাই মনটাকে করতে হবে সোঁনার চেয়ে খাটি ।
যেই তুমি হওনাগো কন্যা গুনপতি
যেই তুমি হওনা রুপবতী
তুমিযে নও পৃথিবীর দলপতি
তুমি যে শুধু এক টুকরো পোড়া মাটি।।
কেও নিয়ে যাবে না সঙ্গে বাড়ি গাড়ি
করে লাভ নেই কোন আহাজারি
টিপ দিলেই বন্ধ হবে টাইম ঘড়ি।।
পেও না মনে ব্যথা
নয়তো কোন মিছে কথা
গাছ থেকে পড়বে ঝরে
একদিন একটি বরই পাতা।।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৭
বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ ভালো থাকবেন।
লেখেই চলছি।
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৩৫
তাহের অন্তরা বলেছেন: চমৎকার এবং মজার
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৯
বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ ভালো থাকবেন। আপনার কাছে মজা লেগেছে শুনে খুশি হোলাম।
৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:০৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: বাহ!
বেশ সাবলীল উপস্থাপন।
নিরেট সত্যের ছন্দময়তায় ভালোলাগা রেখে গেলাম।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩০
বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ ভালো থাকবেন।
৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:২৬
দ্য নিশাচর বলেছেন: বাহ!
ভালো ছিলো লিখাটা
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩০
বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ ভালো থাকবেন।
৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৪১
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দারুন লাগলো পড়তে
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩১
বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ আপু আমার ব্লগে স্বগতম
৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:২২
ভূতের কেচ্ছা বলেছেন: কেও নিয়ে যাবে না সঙ্গে বাড়ি গাড়ি
করে লাভ নেই কোন আহাজারি
টিপ দিলেই বন্ধ হবে টাইম ঘড়ি
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪
বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ ভূতের কেচ্ছা নিয়মিত মূল্যবান মন্তব্যের জন্য ।
৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৪
ফাহিমাইকরি বলেছেন: তুমিযে নও পৃথিবীর দলপতি
তুমি যে শুধু এক টুকরো পোড়া মাটি।।।
তুমি যদিও হও পৃথিবীর দলপতি
তবু ও তুমি যে শুধু এক টুকরো পোড়া মাটি।।।।
ভাল লাগল আপনার কবিতা।।।।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৭
বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ ভালো থাকবেন
©somewhere in net ltd.
১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৩০
নিলু বলেছেন: ভালো , লিখতে থাকুন