নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেশি কথা কইয়েননা আমি রাজনীতি করি না আপনার সমস্যা কি । রাজাকারের বিচার একদিন না একদিন ঠিকই শেষ হবে ।
বৈশাখ এলে যেতাম মোরা বটমূলে
ফেব্রুয়ারি এলে যেতাম মোরা শহিদমিনারে
গাছ থেকে নিতাম তাজা ফুল তুলে
গাইতাম গান সকলে এক সূর তুলে।
আজ আছে ভাষা দিবস
আজ আছে বিজয় দিবস
আছে পহেলা বৈশাখ
খাইতো পান্তা ইলিশ
নাই শুধু সে দিন
যা মনে থাকবে হৃদয়ে চিরদিন।।
মনটাকে বলি তুই আজ দূর বহু দূর
মন চায় না শুনতে সে কথা।
মন শুটে যেতে চায় সেথা
যেথায় বসে মন শুনতো
বন্ধুর মন হারিয়ে যাওয়ার সে বংশি সূর।।
সে বটমূল এখনো আছে
চোখের সামনে সে নিরহ স্বপ্ন গুলো ভাসে।।
আজ শেষ আরেক বার
ছোট্রবেলায় ফিরে যেতে চাচ্ছি
খেলবো এক দল খোকা খুকি সেঁজে
গোল্লা ছোট আর কাঁনামাছি।
ছিড়বো নিজ হাতে তাজা গোলাপ সূর্যমুখি আরো আছে যা ফুল
নিয়ে যাবো নিজ নিজ হাতে
দিব ফুল সেখানেতে
আমার ভাইয়েরা ঘুমিয়ে আছে যেখানেতে।।
আমাদের সকলের একটাই চির আসা
বাংলা যেন পায় সকলের কাছে চির ভালবাসা।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪৫
বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ শায়মা আপু কবিতা পাঠে ও মন্তব্যে।
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১৩
চাঁদগাজী বলেছেন:
আপনার লেখা কি সামনের পেইজে যাচ্ছিল না?
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪০
বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:১০
কালের সময় বলেছেন: দারুন লেখেছেন ভালো লাগলো কবিতা পড়ে।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪১
বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।
৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:০৯
ভূতের কেচ্ছা বলেছেন: আজ শেষ আরেক বার
ছোট্রবেলায় ফিরে যেতে চাচ্ছি
খেলবো এক দল খোকা খুকি সেঁজে
গোল্লা ছোট আর কাঁনামাছি...........
..নস্টালজিয়া.........
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩
বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ ভাই নিয়মিত পাঠে এবং মূল্যবান মন্তব্যে । ভালো থাকবেন।
৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতা চমৎকার লাগল।
পুরানো দিনগুলো যেন স্মৃতির ডানায় চেপে ফিরে আসল।
ভালো থাকবেন কবি।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬
বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ রাজপুত্র ভাই ভালো থাকবেন ।
খুশি হোলাম আপনাদেরকে নিয়মিত কাছে পেয়ে ।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩৪
শায়মা বলেছেন: আমারও এমন ছোট্টবেলার প্রভাতফেরী মনে পড়ে।