নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেশি কথা কইয়েননা আমি রাজনীতি করি না আপনার সমস্যা কি । রাজাকারের বিচার একদিন না একদিন ঠিকই শেষ হবে ।
যে দিন প্রথম দেখেছি তোমার ছায়া,
সে দিন থেকে হয়েছি দিশাহারা,
কেমন এক অন্তআরালে নিজেকে জড়ালাম,
এ কেমন এক মায়া ।।
পথের মাঝে পথ থাকি তবু পথ খুঁজে পাই না,
তাই দেখতে হয় শুধু নোনা জলের ঝর্ণা ।
তুমি এক ছায়া ,,
কি যে সে এক অপরূপ মায়া ।।
এ কি ভালবাসা ,
নাকি নিজের উপরে কোন অভিশাপ,,
কে জানে কেন এমন হয়,
করেছি হয়ত বা কোন অজানা পাপ ।।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০২
বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ।
ভালো থাকুন নিরঅন্তর।
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৩
ব্লগার মাসুদ বলেছেন: কবিতা ভালোলাগা।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৪
বাড্ডা ঢাকা বলেছেন: ভালোলেগেছে শুনে ভাললাগলো ।
৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:১৫
জাফরুল মবীন বলেছেন: সুন্দর+++
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৪
বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ ভালো থাকবেন।
৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৮
ভূতের কেচ্ছা বলেছেন: ভাললাগা.. থাকল....
অাপনার বইয়ের অপেক্ষায়......
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৬
বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ ভালো থাকবেন । অবশ্যই বের হলে জানবেন।
©somewhere in net ltd.
১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫৮
নিলু বলেছেন: অজানা পাপ নয় , লিখতে থাকুন