নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেশি কথা কইয়েননা আমি রাজনীতি করি না আপনার সমস্যা কি । রাজাকারের বিচার একদিন না একদিন ঠিকই শেষ হবে ।
গভীর রাতে যখন পৃথিবীর সব অতৃপ্ত আত্মা ঘুমিয়ে থাকে
আমি একা থাকি জেগে।
এক গুচ্ছ কষ্টের প্রহর উদাস হৃদয়ে
থাকে বুকে শুধু বেদনা হয়ে।।
আর কেও না জানলেও তুমিতো জানো
কোন সে অন্তবিহীন মধু মাখা ছোঁয়াটি মেখে।।
তুমি জানো না তুমি থাকো যত দূরে
জানি আসবে না হাজার ডাকলেও ফিরে।।
তবু তোমায় ডাকবো আমি কোন অজানা নাম ধরে
ডাকবো কোন অজানা নতুন সূরে ।
আমি জানি তোমার হৃদয়ে মাখা কাদা মাটি
যা তোমার অঙ্গ দেহ সর্ব অলঙ্কারের চেয়েও খাটি।।
এখন তোমায় নিয়ে স্বপ্ন সাজাই
তোমার দেওয়া সেই বাঁশের বাঁশি বাজাই।
তুমি স্বপ্ন দুয়ারের প্রিয়তমা
তুমি যে মোর জনমের কাব্য নীলিমা ।।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২৯
বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ প্রতিবারের মত । ভালো থাকবেন এবং সবসময় পাশে থাকবেন।
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৯
ভূতের কেচ্ছা বলেছেন: এবার ো অসাধারণ...........
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৫
বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ ভালো থাকবেন।
৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০৫
মুহাম্মদ নোমান উদ্দিন বলেছেন: বাহ...... ভাল লাগল
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৬
বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ ভালো থাকবেন।
৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:১৯
জাফরুল মবীন বলেছেন: চমৎকার!
মুগ্ধ হলাম!
ধন্যবাদ ও শুভকামনা জানবেন।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৮
বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ মবীন ভাইয়া ভালো থাকবেন সব সময়।
©somewhere in net ltd.
১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২৩
নিলু বলেছেন: লিখে যান