নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেশি কথা কইয়েননা আমি রাজনীতি করি না আপনার সমস্যা কি । রাজাকারের বিচার একদিন না একদিন ঠিকই শেষ হবে ।
মার ছক্কা মার,
ব্যাট তুলিয়ে হাত খুলিয়ে,
জোরে জোরে,
মার ছয় আর চার ,
কেউ পারবে না ঠেকাতে,
কেউ পারবে না রোকতে,
জয় এবার নিশ্চিত বাংলার ।।
মার ছক্কা মার ,
নেই কোন ভয়,
নিশ্চিত এবার জয়,
মারো শুধু চার আর ছয় ।।
দেখে তোমাদের ভাব,
মনে হচ্ছে আনবে ছিনিয়ে বিশ্বকাপ,
তাই যেন হয় ,
করবে এবার সোনার ছেলেরা,
বিশ্ব কাপ জয় ।।
ব্যাটে বলে প্র্রেম মিলিয়ে,
আননা ভাই কাপ ছিনিয়ে ,
মোরা আছি তোমাদেরি পথচেয়ে ।।
সব কিছু ভুলে,
খেল মনযোগ দিয়ে তাল মিলিয়ে,
প্র্রতি বলে বলে,
ঊইকেট আনো তুলে ,
বলবে তোমাদের কথা ছড়াবে সৌরভ,
বাংলার প্র্রতিটি ফুলে ফুলে ।।
গুটিয়ে দেও খেলা দিয়ে ব্যাটে একটি টোকা ,
মার ছক্কা মার ।।
হাত ঘুরিয়ে বল উড়িয়ে,
ব্যাটে বলে তাল মিলিয়ে,
জোরে জোরে মার,
মার ছক্কা মার ।।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৭
বাড্ডা ঢাকা বলেছেন: প্রথম ভালো যার শেষ ভালো তার । আসা করছি ভালো করবে ! ধন্যবাদ ভালো থাকবেন ।
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৭
জাফরুল মবীন বলেছেন: প্রেরণামূলক কবিতায় ভাললাগা জানিয়ে গেলাম।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩৩
বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ মবীন ভাইয়া । ভালো থাকবেন ।
৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: টাইগারদের জন্য শুভ কামনা।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩২
বাড্ডা ঢাকা বলেছেন: টাইগারদের জন্য শুভকামনা । আপনার জন্যও শুভকামনা ।।
৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩০
কালের সময় বলেছেন: মার ছক্কা মার ,
২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩০
বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ ভালো থাকুন
©somewhere in net ltd.
১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫১
আরণ্যক রাখাল বলেছেন: দেখি কি করে