নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেশি কথা কইয়েননা আমি রাজনীতি করি না আপনার সমস্যা কি । রাজাকারের বিচার একদিন না একদিন ঠিকই শেষ হবে ।
সকলের চাওয়া সকলের পাওয়া
মোদের একটি আসা
মাতৃ ভাষা রাষ্ট্র ভাষা
হবে সব বাঙলা ভাষা ।
সালাম, রফিক,বরকত,
শহিদ হলো আর কত শত
দিয়ে গেছে বাঙলা ভাষা
আছে মোদের যত ।
একটি একুশ কিনেছি মোরা
দিয়ে লক্ষ শহিদের রক্ত ধারা
একটি একুশ এনেছি মোরা
রক্ত দিয়ে শত মায়ের সন্তানেরা ।।
বায়ান্ন ভাষার আন্দোলনে
সালাম রফিক বরকত
আর শহীদ হয়েছ যারা
তোমাদের কোনদিন ভুলবো না মোরা ।।
সোহেল আরমান সুমন
ঢাকা বাড্ডা 21/02/2015
২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৩৪
বাড্ডা ঢাকা বলেছেন: ভুলবো না মোরা কোনদিন ভুলবো না ।
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৫৭
কালের সময় বলেছেন: কবিতা ভালো লাগা
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৫
বাড্ডা ঢাকা বলেছেন: ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা
৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা।
+++
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৫
বাড্ডা ঢাকা বলেছেন: সকলভাষা শহীদের আত্মার শান্তি কামনা করি।
৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪৬
মিন্টুর নগর সংবাদ বলেছেন: সকলভাষা শহীদের আত্মার শান্তি কামনা করি।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৬
বাড্ডা ঢাকা বলেছেন: ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা
৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৫৭
জাফরুল মবীন বলেছেন: ভাষা আন্দোলনের সকল মৃত ও জীবিত বীরদের শ্রদ্ধা জানাচ্ছি।
অটঃ যদি সম্ভব হয় আমার ফেসবুক ইনবক্সে নক করবেন প্লিজ।আমি ফেবুতে এই নামেই আছি।ধন্যবাদ।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:২০
বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন ।
৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৮
এনামুল রেজা বলেছেন: ভাষার জন্য ভালবাসা।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:২২
বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ আপনাকে । আমার ব্লগে স্বাগতম।
©somewhere in net ltd.
১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১২
শায়মা বলেছেন: বায়ান্ন ভাষার আন্দোলনে
সালাম রফিক বরকত
আর শহীদ হয়েছ যারা
তোমাদের কোনদিন ভুলবো না মোরা ।।