নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেশি কথা কইয়েননা আমি রাজনীতি করি না আপনার সমস্যা কি । রাজাকারের বিচার একদিন না একদিন ঠিকই শেষ হবে ।
আমার ছোট্র বেলার কাগজের সেই ফটোটা
উপর থেকে আজ নষ্ট হয়েগেছে
ভেতর থেকে যাইনি মুছে
মুছবেও না কোন দিন
ছেড়া ডাইরীর মত থাকবে রয়ে
চিরদিন স্মৃত্বির পাতা ।
রাখতে চেয়েছিলাম করে তাকে বাধাই
অন্তরের ভেতরে করে খোদাই
হলো না সে রাখা
হলো না আমার সে দেখা
জীবনে ভর যে ছবি একেঁছি
যা কিছু দেখেছি
যা কিছু লেখেছি
সবটুক স্বযত্নে তোমার জন্য রেখেছি ।
যার ব্যাথা আছে বুকে
সে কুকরে মরে হয়ত মরে ব্যাথার দুখে
নয়ত না জানা কোন অসুখে
ভেতরের কষ্ট তবু বলে না মুখে ।
ব্যাথার ঘানী দেয় যন্ত্রনা ছানী ।
সে কথা তুমিও মেনেছ আমিও মানি ।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২০
বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ ভালো থাকবেন ।
২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:০৫
জাফরুল মবীন বলেছেন: সুন্দর কবিতা +++
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৩
বাড্ডা ঢাকা বলেছেন: আমার লেখাগুলো মোটেও সুন্দর হয় না মনে হয় । আর সুন্দর হলেতো নির্বাচিত পাতায় যেত । কবিতা পাঠে ও মন্তব্যে ধন্যবাদ ।
৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৩৭
ভূতের কেচ্ছা বলেছেন: যার ব্যাথা আছে বুকে
সে কুকরে মরে হয়ত মরে ব্যাথার দুখে........
সুন্দর ..কবিকে অভিনন্দন..........
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৪
বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ ভালো থাকা হোক ।
৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৫৪
সাদা গোলাপ বলেছেন: অতুলনীয় কবিতা ৫ম ভালোলাগা । এ কবির জন্য শুভকামনা থাকলো ।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৫
বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ ভালো থাকুন।
৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:০৫
ব্লগার মাসুদ বলেছেন: এ কবিতাওটা সুন্দর লাগলো । কবিতায় প্লাস ।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৬
বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ ভালো থাকবেন ।
©somewhere in net ltd.
১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৩৯
সরকার কুমার বলেছেন: অনেক সুন্দর লিখেছেন। লেখার ধরন ও অনুভূতি দারুন লেগেছে।শুভকামনা রইলো।