নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেশি কথা কইয়েননা আমি রাজনীতি করি না আপনার সমস্যা কি । রাজাকারের বিচার একদিন না একদিন ঠিকই শেষ হবে ।
আর নয় গোলামী
আর নয় জুলমি
শুধু একটি কথা বলি ভাই
এ গোলামী থেকে মুক্তি চাই ।
গেঁঠেছো তোমরা গোলামীর যে জিঞ্জির
রাখো বন্দি করে যেখানে রেখেছ তোমাদের মনের পিঞ্জিড় ।
তোমরা কি পোড়া মাংসের গন্ধ পাওনি
তোমরা কি শত শত মায়ের কোলে শুয়ে থাকা
পেট্রোল বোমার আঘাতে পুড়ে যাওয়া
লাশ গুলো দেখনি ।
অনেক মেনেছি তোমাদের অন্যায় অপরাধ
এবার সব নিপাত যাক
আর কত পোড়া মাংস চাই তোমাদের
দয়া করে এবার মুক্তি দেওনা আমাদের ।
০১ লা মার্চ, ২০১৫ রাত ৯:৩১
বাড্ডা ঢাকা বলেছেন: গুড জব
২| ০১ লা মার্চ, ২০১৫ সকাল ৯:০৮
জাফরুল মবীন বলেছেন: ভালো লিখেছেন।
০১ লা মার্চ, ২০১৫ রাত ৯:৩২
বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩০
ভূতের কেচ্ছা বলেছেন: আপনার কবিতা হ োয়া উচিত এরকম বা এ রকম প্রতিবাদের ভাষা
"যখন ওরা প্রথমে কমিউনিস্টদের জন্য
এসেছিলো,
আমি কোন কথা বলিনি,
কারণ আমি কমিউনিস্ট নই।
তারপর যখন ওরা ট্রেড ইউনিয়নের
লোকগুলোকে ধরে নিয়ে গেল,
আমি নীরব ছিলাম, কারণ আমি শ্রমিক
নই।
তারপর ওরা যখন ফিরে এলো ইহুদিদের
গ্যাস
চেম্বারে ভরে মারতে,
আমি তখনও চুপ করে ছিলাম,কারণ
আমি ইহুদি নই।
আবারও আসল ওরা ক্যাথলিকদের
ধরে নিয়ে যেতে,
আমি টু শব্দটিও উচ্চারণ
করিনি,কারণ আমি ক্যাথলিক
নই।
শেষবার
ওরা ফিরে এলো আমাকে ধরে নিয়ে যেতে,
আমার পক্ষে কেউ কোন কথা বলল না,
কারণ, কথা বলার মত তখন আর
কেউ বেঁচে ছিল না।"
-মার্টিন নেমলার