নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেশি কথা কইয়েননা আমি রাজনীতি করি না আপনার সমস্যা কি । রাজাকারের বিচার একদিন না একদিন ঠিকই শেষ হবে ।
হৃদয় নিংড়ে গেছে
পরান চলেগেছে
শূন্য দেহ মাটিতে লুটিয়েছে
দুটি নয়ন তার ছবি দেখছে ।
রইলো না আর কিছু বাকি
তাই চললো নিরবে দিয়ে ফাকি
শুধু মনে পরে
ঘুমিয় থাকা সে দুটি আঁখি ।
আর হবে না অবহেলা
নিরবে কাঁটবেনা বেলা
শূন্য বুকে থাকবে ধূসর স্মৃত্বি
ডাকবে না কেও আর বলে ইতি ।
এ কবিতার লেখক থাকবে না হয়ত
লেখা থাকবে পরে
কেও হয়ত পড়বে
কেও নয়ত.......
স্মৃত্বির ছবি শুধু জ্বল ন্তআগুন
যেমন বসন্তের সে ফাগুন
হোক না শূন্য এ বুক
তবু সে সুখে থাকুক ।
©somewhere in net ltd.