নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড্ডা ঢাকা

আমার ব্লগ বাড়িতে আপনাকে স্বাগতম

বাড্ডা ঢাকা

বেশি কথা কইয়েননা আমি রাজনীতি করি না আপনার সমস্যা কি । রাজাকারের বিচার একদিন না একদিন ঠিকই শেষ হবে ।

বাড্ডা ঢাকা › বিস্তারিত পোস্টঃ

যেন মায়ের কুলে চাঁদ ফিরেছে ।

২২ শে মার্চ, ২০১৫ ভোর ৪:২৪



ধরিয়া নাওয়ের মাঝুড়িয়ার হাতে,

নামলাম সেই শেওলা পাড়ার ঘাটে ।

কিছু দূর সামনে চাহিয়া দেখি,

কি মায়াকৃত রূপের মেলা বইছে গাঁঙ চিলের মাঠে ।



মাসটি বাঙলায় ছিল ফাগুন,

চার দিকে ছিল যেন তারই আগুন ।

কিছু গাছে ছিল আমের মলি,

কিছুতে আসতে ছিল বসন্তের কলি ।



সেই চেনা রূপ,

খানিকটা খানি দাড়াইয়া চুপ।

খুশিতে আনন্দে ভড়িয়া উঠিল মুখ ,

ফিরিয়া আসিল মনে সুখ ।



কবেই না ছিলাম,

আর আইজ আসিলাম ।

তবু কোন কিছু ভুলি নাই,

যাই দেখা সবই আগের মতো দেখতে পাই।



ঐ তো মা আছে উঁঠানে দাড়িয়ে,

আমার জন্যই দুটি হাত বাড়িয়ে ।

মা দেখেই কি চিৎকার খোকা এসেছে খোকা এসেছে ,

যেন মায়ের কুলে চাঁদ ফিরেছে ।







মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৫ সকাল ৮:৫২

দিশেহারা রাজপুত্র বলেছেন: মা কে নিয়ে যে কোন লেখাই আমার পছন্দের।


আপনার কবিতা ভালো লাগল। বেশ কিছুদিন পর আপনার কবিতা পেলাম।

২৩ শে মার্চ, ২০১৫ সকাল ৭:৩৭

বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ । শুভকামনা থাকলো ।

২| ২২ শে মার্চ, ২০১৫ সকাল ৯:০৫

মিন্টুর নগর সংবাদ বলেছেন: চমৎকার ভালো লাগা রইলো

২৩ শে মার্চ, ২০১৫ সকাল ৭:৩৯

বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ ভালা থাকা হোক শুভ কামনা থাকলো ।

৩| ২৩ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৪৪

ভূতের কেচ্ছা বলেছেন: ঐ তো মা আছে উঁঠানে দাড়িয়ে,
আমার জন্যই দুটি হাত বাড়িয়ে ।
.........................................................অনেকদিন মাকে দেখিনা.............

২৪ শে মার্চ, ২০১৫ ভোর ৪:৫৫

বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ । কেন মা কি অনেক দূরে থাকেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.