নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড্ডা ঢাকা

আমার ব্লগ বাড়িতে আপনাকে স্বাগতম

বাড্ডা ঢাকা

বেশি কথা কইয়েননা আমি রাজনীতি করি না আপনার সমস্যা কি । রাজাকারের বিচার একদিন না একদিন ঠিকই শেষ হবে ।

বাড্ডা ঢাকা › বিস্তারিত পোস্টঃ

অন্ধকারের মাঝে খুঁজি আলোর দর্পণ

২৮ শে মার্চ, ২০১৫ রাত ৩:০৪

অন্ধকারের মাঝে খুঁজি আলোর দর্পণ

রেখেছি হাতে তোমার দেওয়া কিছু অর্পণ ।

বহু কথার ছলে দেখিয়ে যুক্তি

পাওয়া যায় কিছু বন্দী জীবন থেকে মুক্তি ।



তবু ফুরায় না আসার বাণী

সারাটি জীবণ টেনে যেতে হয় তার ঘানী ।

ওপরে সুন্দরের বহর

মনটি ভরা তার কহর ।

যদিও যাবে না যাচাই করা

তবুও ভেবেছিলাম মনটি তার কালো কষ্ঠি পাথর ।



যেমন ময়লা যায় না তুলা

তেমন অন্তরের বঞ্চণা গুলো যায় না ভুলা ।

হয়ত দেখাতে পারতাম

যদি যেত অন্তরের তালা খুলা ।



নইগো আমি হয়ত তেমন কেউ

তবুও আমি পুরুষ

তুমি কারো কন্যা

আমার স্ত্রী নয়ত বিয়ে করা বউ।







মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৫ ভোর ৪:১১

কাবিল বলেছেন: কবিতায় +++++

২৮ শে মার্চ, ২০১৫ ভোর ৬:১৩

বাড্ডা ঢাকা বলেছেন: অসংখ ধন্যবাদ ভাইজান। প্লাসে কৃতজ্ঞ্য থাকলাম ।

২| ২৮ শে মার্চ, ২০১৫ ভোর ৫:৪১

ছিপি বলেছেন: মামুনভাই, ছেলেমানুষি কবিতা হয়ে গেছে.। :(

২৮ শে মার্চ, ২০১৫ ভোর ৬:১৬

বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যে খুশি হইলাম কিন্তু মনে হয় একটু ভুল করেছেন । :||

মামুনভাই, ছেলেমানুষি কবিতা হয়ে গেছে.। :(
ভাই আমিতো মামুন নামে কাওকে চিনিই না ।

৩| ২৮ শে মার্চ, ২০১৫ ভোর ৬:২১

ছিপি বলেছেন: আপনার লগিন আইডি ammamun11, তাই বললাম।

২৮ শে মার্চ, ২০১৫ ভোর ৬:৪৪

বাড্ডা ঢাকা বলেছেন: বুঝতে পেরেছি আপনেরা মডু পক্ষ সিনিয়ার ভাইয়েগো লইয়া আর পারলাম না । যাই হোক ভালো আছেন ভাই ।

৪| ২৮ শে মার্চ, ২০১৫ ভোর ৬:৪৮

ছিপি বলেছেন: আমি মডু? =p~ =p~

২৮ শে মার্চ, ২০১৫ ভোর ৬:৫৪

বাড্ডা ঢাকা বলেছেন: আইচ্ছা যাই হোক ভাই হাসির কিছু না আপনি মডু না হইলেও আমার থেকে এ ব্লগে সিনিয়ির ।

একটা কথা বলেনতো ভাই আমার পুস্ট নির্বাচিত হবে কোন দিন ।

৫| ২৮ শে মার্চ, ২০১৫ সকাল ৯:০৮

ছিপি বলেছেন: ব্লগার কাল্পনিক ভালোবাসার সাথে সুসম্পর্ক তৈরী করুন। নিয়মিত তার ব্লগে কমেন্ট করুন ও মান সম্পন্ন পোস্ট দিন.। হবে ইনশাল্লাহ :)

২৮ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৪২

বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ

৬| ২৮ শে মার্চ, ২০১৫ সকাল ৯:৫৮

কালের সময় বলেছেন: সুন্দর কবিতা ভাল লাাগলো

২৮ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৪৩

বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ

৭| ২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:২৯

ভূতের কেচ্ছা বলেছেন: ব্লগার কাল্পনিক ভালোবাসার সাথে সুসম্পর্ক তৈরী করুন। নিয়মিত তার ব্লগে কমেন্ট করুন ও মান সম্পন্ন পোস্ট দিন..............ইত্যািদ .

ঘুষ চাইছেন.........দেখি.... =p~ =p~

২৯ শে মার্চ, ২০১৫ সকাল ৯:২১

বাড্ডা ঢাকা বলেছেন: আল্লাহু মাবুদ এভাবে কইয়েন না ভাই :P এই হলো মনে হয় হ্যয়
চাইলেই ঘুষ চলবে না :)

লেখা নির্বাচিত পাতায় গেলে যাবে না গেলে নাই ।

এখানকার মুডুরা এমনি । হা হা হা B-) B-) B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.