নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেশি কথা কইয়েননা আমি রাজনীতি করি না আপনার সমস্যা কি । রাজাকারের বিচার একদিন না একদিন ঠিকই শেষ হবে ।
আঁকাশটা ছিল মেঘলা
চুলগুলো ছিল খোলা ।
হালকা বাঁতাসে উড়ছিল
দেখতে বেশ লাগছিল ভালো ।
মনে হচ্ছিল সাগরের জল তরঙ্গের ঢেউ
পাশে এঁসে কাঞ্চি বলে ডাকটি দিল কেউ ।
যেমন তার গায়ের গঠন তেমনি তার রূপনগরি
দেখলেই মনে হয় এ যেন নীল পরী ।
ফোঁটা ফোটা বৃষ্টি এসে পড়লো চোখের পাতায়
এক নিমিছে সে চলে গেল
মনতা যেন আবারো এলোমেলো ।
কিছুটা হিংসা হচ্ছিল
তার মত চুল যদি আমার থাকতো তাওতো উড়তো
থাক হয়ত আমার চুল উড়েনি মনতো উড়েছে
হয়তো মন স্বপ্নের ঢালিতে আবারো বাসা বেঁধেছে ।
১৮ ই এপ্রিল, ২০১৫ রাত ২:২৪
বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ
২| ১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:১৯
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
বাহ! সুন্দর কবিতা।
১৮ ই এপ্রিল, ২০১৫ রাত ২:২৪
বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ
৩| ১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৩২
ব্লগার মাসুদ বলেছেন: অসাধারন লেখা ।
১৮ ই এপ্রিল, ২০১৫ রাত ২:২৪
বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ
৪| ১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:২৯
অর্বাচীন পথিক বলেছেন: বেশ বেশ
১৮ ই এপ্রিল, ২০১৫ রাত ২:২৫
বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ
৫| ১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫৫
ভূতের কেচ্ছা বলেছেন: সুন্দর কবিতা
১৮ ই এপ্রিল, ২০১৫ রাত ২:২৫
বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:০৪
***মহারাজ*** বলেছেন: বাহ! বাহ! কি অসাধারন কবিতা ।