নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেশি কথা কইয়েননা আমি রাজনীতি করি না আপনার সমস্যা কি । রাজাকারের বিচার একদিন না একদিন ঠিকই শেষ হবে ।
আজ নিজেকে নিজের কাছেই বড় অপরাধী মনে হচ্ছে ।
সেদিন যদি সে ভুলটি না করতাম,
তাহলে হয়ত আজ তাকে আপন করে কাছে পেতাম ।
তাকে ভুল বলা চলে না আগেই আমার দরকার ছিল জানা ,
হয়ত বা সে দাবী করেছিল আমাকে উচিৎ ছিল মাণা ।
কি বা এমন ক্ষতি হত মানলে ?
এখন যে ক্ষতি হয়েছে তার চেয়ে বেশি ক্ষতি কি হত ?
এক সময় ঠিক সব ভুল সে তার বুঝতো,
সে নিজের ভুলের হিসাব ঠিক নিজের মাথায় নিতো ।
যাই হোক ভুলতো ভুলই
এখন আমি যে ভুল করে পাপ করেছি তার শাপমোচন
আমাকেই করতে হবে ।
কেননা সে নিস্পাপ ছিল আমি ছিলাম পাপী
তাইতো বসে এখন আমি ভাবি
তোমার চাওয়া সঠিক ছিল ও ঠিক ছিল তোমার দাবী ।
আমার ভুলেই আমি পাপী
তাইতো মণ বলছে এবার তুই কোথায় যাবি ।
ছবিঃ গুগল সংগ্রহ।
©somewhere in net ltd.