নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেশি কথা কইয়েননা আমি রাজনীতি করি না আপনার সমস্যা কি । রাজাকারের বিচার একদিন না একদিন ঠিকই শেষ হবে ।
যৌন হয়রানি আসলে প্রতিকার না প্রতিরোধ করাতাই জরুরি ।
পয়লা বৈশাখ ১৪২২ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসি সংলগ্নে সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশপথে নারীদের শ্লীলতাহানির ঘটনার নিন্দা ও সমালোচনার ঝড় বইছে সকলের মাঝে ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এ ধরনের ঘটনায় সারা দেশের মানুষ গভীর চিন্তিত । প্রশাসনের নাকের ডগার সামনে এরকম একটি ঘটনা অথচ তাদের নীরব ভূমিকাও সারা দেশের মানুষকে অনেক ভাবিয়ে তুলে । এইনা হৈলে পুলিশ আমরা যারা সাধারন মানুষ তাদের বন্ধু ।
কি দরকার চাকুরির দেশের মানুষ ও মাল জান এবং নারীর সব থেকে মূল্যবান সম্পদ ইজ্জত তা যদি রক্ষা নাই হয় পুলিশেকে দিয়ে তাহলেতো ভাই তাদের কোন দরকার নাই । শুধু পুলিশ না আমারা যারা সাধারন মানুষ আমি তাদেরকেও বলি শুনেন সেদিন কিন্তু আপনাদের হাজার হাজার মানুষের সামনে ঘটে যাওয়া সেই ঘটনা আচ্ছা বলুনতো ওরা কয়জনই বা ছিল আর আপনেরা কত জন ছিলেন ।ওরা হয়ত দুইশছিল আর আপনেরা কি চারশও ছিলেন না । এখনও সময় আছে রুখে দাড়ান ওদের মতো কুলাঙ্গারদের বিরুদ্ধে । কেননা ইজ্জত যাওয়ার আগে তাকে রক্ষা করার জন্য লড়াই করুন এবং মা বোনদের ইজ্জত রক্ষা করুন ।
কেননা ওসব পুলিশ দিয়ে আমাদের সাধারন মানুষের কোন ফয়দা হবে না । তা না হলে আজ গত কয়েক দিন অতিবাহিত হলো অথচ আমাদের পুলিশ ভাইয়েরা কাউকে এখনো পযন্ত গ্রেফতার তো দূরের কথা শনাক্তও পযন্ত করতে পারেননি । বড় লজ্জা লাগে এসব শুনলে যেখানে আমার মনে হয় পুলিশ চাইলে চব্বিশ ঘন্টার ভেতরে বাংলাদেশের সকল অপরাধীদের গ্রেফতার অথবা আটক করতে পারেন সেখানে আজ কতগুলো দিন অতিক্রম করলো ।
আমি এক প্রকার বলতে এ ঘটনার কথা শুনে এবং জননিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকা পুলিশ প্রশাসনের নির্লিপ্ততা ও তাদের দায়িত্বহীনতা ভূমিকা দেখে অনেক হতাশ হয়ে পড়েছি ।
তাই আমি আমরা সাধারণ মানুষ আছি যারা তাদে উদ্ধ্যেশে বলতে চাই ভাই আজ হয়ত অন্যের মা বোনের যৌন হয়রানি করছে তাই কিছু বলছেন না । কিন্তু এভাবে আর বেশি দিন চলতে দিলে আজ হয়ত অন্যের মা বোন কিন্তু আগামীতে আপনার নিজের পরিবারের বা আমার মা বোনদের যৌন হয়রানি করবে তখন কি করবেন বা আমি কি করবো ? তখন কি আমরা এভাবে নীরবে চুপ করে নীরব দর্শকের ভূমিকা পালন করবো ।
তাই বলছি এখন সময় হয়েছে রুখে দাড়াবার আসুন সকলে মিলে রুখে দাড়াই ওদের বিরুদ্ধে আর আমাদের মা বোনদের যৌন হয়রানি থেকে রক্ষা করি ।
০৪ ঠা মে, ২০১৫ সকাল ৮:১৯
বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ ভাই মাসুদ পোস্ট পড়ার জন্য ।
২| ২৫ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:৩৪
নতুন বলেছেন: আমাদের সমাজে শিক্ষার কমতি হচ্ছে এই সব ঘটনা তার প্রমান...
পরিবার থেকে শিশুদের শিক্ষা দেওয়া হচ্চেনা.... আর এরকমের কাজের সাজা হচ্ছেনা....
০৪ ঠা মে, ২০১৫ সকাল ৮:২১
বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ ভাইয়া । পোস্ট পড়া ও সঠিক মন্তব্য দেওয়ার জন্য ।
৩| ২৫ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪০
তুষার কাব্য বলেছেন: ঠিকই বলেছেন।ওই পশুদের প্রতিরোধ করতে হবে শক্ত হাতে।
০৪ ঠা মে, ২০১৫ সকাল ৮:২২
বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ তুষার কাব্য ভাই পোস্ট পড়ার জন্য ।
©somewhere in net ltd.
১| ২৫ শে এপ্রিল, ২০১৫ সকাল ৮:১৬
ব্লগার মাসুদ বলেছেন: সুন্দর লেখা ভাল লাগলো পড়ে ।