নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেশি কথা কইয়েননা আমি রাজনীতি করি না আপনার সমস্যা কি । রাজাকারের বিচার একদিন না একদিন ঠিকই শেষ হবে ।
রুমে প্রবেশ করে হায় বলেই প্রিন্স মিথিলা ঠোটে একটি চুমু দিল ।
অনেক দিন পরে বাড়িতে ফেরা মুটমাট অন্যরকম । মিথিলাকে কতদিন পরে দেখা । প্রিন্স চুমু দিতে মিথিলা রেগে গেল বেশ কিছুক্ষণ মিথিলা আর প্রিন্সের মধ্যে কথা কাঁটাকাঁটি হলো ।মিথিলা একটি অভিযোগ আর তা হলো তোমার দুদিনের জন্য বাড়িতে আসার ধরকার নেই ।বিয়ে হয়েছে আমাদের চার বছর পাড় হলো এর ভেতরে কতটুকো সময় তুমি আমাকে দিছ বলো । এখনো ছেলে পুলের কোন মুখ দেখলাম না । প্রিন্স মিথিলাকে বুঝালো প্রিয় আর তোমাকে এভাবে একা দিন কাঁটাতে হবে না এখন থেকে আমার বস দুমাস পরপর আমাকে ছুটি দিবে পোনের দিনের জন্য । আর এবার তোমাকে আমি কত ভালবাসি তার প্রমান করার জন্য তোমাকে আমার ভালবাসার উপহার দিয়ে যাবো । প্রিন্স অনেক বুঝিয়ে ভুলিয়ে ভালিয়ে মিথিলাকে ঠান্ডা করলেন ।
কথা বলতে বলতে এখানে এক ঘন্টা পার । প্রিন্স মিথিলাকে বললো, চল প্রিয় অনেক দিন পরে এলাম আজ দুজনে সারাদিন পুরো শহর গুরে বেড়াবো, আর দুপুর লান্স থেকে রাতের ডিনার শহরের বড় পাঁচ তারা হোটেলে শেষ করে তার পর বাসায় ফিরব ।
প্রিন্স মিথিলা গাড়ি নিয়ে দুজনে বেরিয়ে পড়লো শহর গুরার জন্য ।
দুপুরে খাওয়া থেকে শুরু করে রাতের ডিনার শেষ করলো । আবার বাসায় ফিরল সারা দিন অনেক জার্নি গেছে শরীরের ওপর দিয়ে এখন একটু রেষ্ট দরকার ।প্রিন্স কাপড় বদলে ফ্রেস হয়ে শুয়ে পড়লো । মিথিলা ফ্রেস হয়ে ওয়াস রুমের দেওয়ালের আয়নার সামনে দাড়িয় ভাবল আজ অনেক দিন পর প্রিন্স সাথে গুরলাম মনতা বেশ হালকা লাগছে মনে হলো জেলের চার দেওয়াল থেকে বেরিয়ে বাহিরের জগৎতাকে নতুন করে দেখে আসলাম । যাই এত দিন প্রিন্সকে কাছে না পাওয়ায় মনের ভেতর যে দুখ সুখ জমে আছে তা আসল লাভে দুজনে মিলে ভাগাভাগি করে নেই । আজ দুজন মিলে একাকার হয়ে হারিয়ে যাবো অচেনা কোন অন্য ভুবনে ।
প্রিন্সের চোখে এখনো ঘুম আসেনি সে বিছানায় শুয়ে গড়াগড়ি করছে আর মিথিলাকে নিয়ে মনের ভেতর নানা রকমের রঙ্গীন ছবি আঁকছে । মিথিলা নাইট ড্রেস পড়ে এসে শুয়ে পড়লো সে ভেবেছে প্রিন্স ঘুমিয়েছে তাই তাকে আর ডাক দিল না ।
প্রিন্স মিথিলার গারের ওপর তার একটি হাত রখলো মিথিলা প্রিন্স দিকে ফিরে তাকালো দেখলো প্রিন্স তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে যেন বহুদিন পরে দুজনের দেখা । প্রিন্স মিথিলাকে স্পর্সে তার হাতের আলতো ছোঁয়ায় বুঝিয়ে দিল সে মিথিলাকে অনেক ভালবাসে । এবার প্রিন্স ভাবলো আজ এসেই আমি মিথিলাকে কথা দিয়েছি এবার তাকে আমি আমার ভালবাসার উপহার দিয়ে যাবো । প্রিন্স মিথিলাকে বললো মিথিলা এবার তোমার ভালবাসার উপহার নেওয়ার পালা চল তোমাকে নিয়ে আমি হারিয়ে যাই ভালবাসার ফুলবাগানে সে ভালবাসার ফুল বাঁগানে সেখান থেকে তোমার জন্য একটি ভালবাসার ফুল তুলে আনবো । মিথিলা আর প্রিন্স দুজন হারিয়ে যায় ভাবাসার রাজ্যে সেখানে নেই ঝগড়া আছে অবিরত প্রেম আর ভালবাসা ।
১৯ শে মে, ২০১৫ ভোর ৫:১৭
বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য ।
©somewhere in net ltd.
১| ১৪ ই মে, ২০১৫ সকাল ১১:৩৯
ইমতিয়াজ ১৩ বলেছেন: গল্পটা আরো ভাল হতে পারত।