নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেশি কথা কইয়েননা আমি রাজনীতি করি না আপনার সমস্যা কি । রাজাকারের বিচার একদিন না একদিন ঠিকই শেষ হবে ।
আমার মৃত্যুর জন্য আমার জন্ময় অপরাধ
জন্ম না হলে হতো না যাওয়া মৃত্যু পুরি
নাটাই হাতে নিয়ে
সূতা ছেড়ে দিছে উড়ছে আকাশে ঘুড়ি ।
দেখছে যে জন, বলছে সে মহাজন যায় যাক না বহু দূরে
অবশেষে আসতে হবে আমার কাছে তাকে গুরে ফিরে ।
এ পারে আসার আগে মন থাকে জাগ্রত
আসার পরে মন মহণ জানায় তাকে স্বাগত
ফেশে যায় মায়ার জালে
এসেছি এক অভাগীর কুলে
পেছনে যে দিনটি ফেলে
মমতার আগ্রহে যাই সব ভুলে ।
শুরু হয় আগ্রত
বেড়ে যায় মনে কোনে সকল বিব্রত ।
©somewhere in net ltd.