নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেশি কথা কইয়েননা আমি রাজনীতি করি না আপনার সমস্যা কি । রাজাকারের বিচার একদিন না একদিন ঠিকই শেষ হবে ।
ক্ষমবেন্দুর টানে পড়িয়া দলে জয়গনিয়া মনা
তাহার পূর্ব জণের চিন্তা আর রহিল না ।
সুখ স্বর্গের সাথে দুখের ণরক আছে
দুটি পথই ভিন্ন অবকাশে ।
ঘোড়ার দৌড়ের চেয়ে চলছে বেশি গতিতে
পাপের স্থান পাইছে বন্ধু প্রথমে মানবের অব কল্যানে ।
কল্যান মুখি মাতা
তিনি ছিলের মাথার ওপরি স্বর্গেরি ছাতা
আমায় বহুবার বলেছেন যিনি যাচ্ছনি খোকা,
যাচ্ছনি তুই ঐ নরকপুরী,
আমি কানে নেইনি সেই স্বর্গদূতের কথা
আমি হলাম জ্ঞ্যানিগুনী বদ্দ বড় বোকা ।
তাই অন্ধ আমি
থাকিতেও দুটি চোকা ।
©somewhere in net ltd.