নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেশি কথা কইয়েননা আমি রাজনীতি করি না আপনার সমস্যা কি । রাজাকারের বিচার একদিন না একদিন ঠিকই শেষ হবে ।
মরছে শিশু রাজন
শান্তি পেয়েছে পৈশাচিকের মন ।
কি জানি ভাই কি
এ দেশে শিশু রাজনের বিচার আর হবে কি
মায়ে কান্দে বাপে কান্দে রাজন রাজন করিয়া
কেন যে দেয়না এখনো সেই নরপশুগুলার গলায় ফাঁসির দরি লাগাইয়া ।
এ দেশে বার বার শিশু রাজনদের হত্যাকারীরা পার পেয়ে যায় শুধু মাত্র সঠিক বিচার না থাকায় ।
এক রাজনের হত্যার বিচার শেষ না হতেই হত্যা হয় আরেক রাজন । এভাবে
একের পর এক রাজনেরা মরে আর পার পেয়ে যায় রাজন হত্যাকারীরা ।
এসব রাজনদের হত্যাকারী দোষীদের বিরুদ্ধে শাস্তির দাবিতে আমাদের আরো সোচ্চার সচেতন
সমাজ গঠন করতে হবে। এবং সাথে অবশ্যয়ই সরকার ও প্রশাসনকে ভালো উন্নতমানের পদক্ষেপ নিতে হবে ।
নির্মুল করতে এ দেশ থেকে এসব রাজন হত্যা কারীদের ।
এখানে দলমত নির্বিশেষে সঠিক বিচারের কাঠগড়ায় দাড়া করাতে হবে অপরাধীদের ।
রাজন হত্যাকারী মামলায় গ্রেফতারকৃত আসামি মুহিত আলমের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড মন্জুর করলেই হবে না
তা বাস্তবায়ন করতে হবে বা রিমান্ড সঠিক ভাবে প্রয়োগ করতে হবে।
এমামলার মামলার তদন্তকারী কর্মকর্তা মহানগরীর জালালাবাদ থানার ওসি তদন্ত আলমগীর হোসেন আসামিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (২য়) আদালতে হাজির করে শুধু রিমান্ড মঞ্জুর করে থেমে যাবেন না । দয়া করে একবার রাজনকে আপনার সন্তান ভাবুন
এবং এর সঠিক আইন বিচার প্রয়োগ করুন ।
©somewhere in net ltd.