নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড্ডা ঢাকা

আমার ব্লগ বাড়িতে আপনাকে স্বাগতম

বাড্ডা ঢাকা

বেশি কথা কইয়েননা আমি রাজনীতি করি না আপনার সমস্যা কি । রাজাকারের বিচার একদিন না একদিন ঠিকই শেষ হবে ।

বাড্ডা ঢাকা › বিস্তারিত পোস্টঃ

যৌবন ভরা পূর্ণিমার চাঁদ,

২৮ শে জুলাই, ২০১৫ সকাল ৯:০৮

যদি আকাশে থাকে যৌবন ভরা পূর্ণিমার চাঁদ,
তবে থাকে আলোকিত
সুন্দরর্য বাড়িয়ে তুলে রাতের আকাশ ।
আকাশ পৃথিবীকে দিনের সুন্দর রাখে কিরণ ভরা রবি,
ঘরের সুন্দর বাড়িয়ে তুলে নয়ন মনি ঘরের লক্ষী বিবি ।
ভালো মানুষের সংখ্যা খুবই অল্প
এরই মাঝে হয় সৃষ্টি নানান গল্প ।
কেহ প্রেম করে হয় সুখী
কেহ বা এ ভুলটির জন্যই হয় দুঃখী ।
মেয়েরা জানে ছলনা
তাই বলে বলা যাবেনা নাই ভাল মেয়ে
ভালো মন্দ নিজের কাছে
যে ভালো থাক সব সময় তার পাশে ।


মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০১৫ সকাল ৯:১৮

প্রামানিক বলেছেন: কবিতা ভাল হয়েছে তবে "আকাশে" চন্দ্র বিন্দু হবে না।

২৮ শে জুলাই, ২০১৫ সকাল ৯:২১

বাড্ডা ঢাকা বলেছেন: ভুলটি নজরে নেওয়ায় ধন্যবাদ ভাই । ঠিক করে দিয়েছি । শুভকামনা থাকলো।

২| ২৮ শে জুলাই, ২০১৫ সকাল ১০:১৭

ক্থার্ক্থা বলেছেন: সুন্দর কবিতা ।

২৮ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৫০

বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ ।

৩| ২৮ শে জুলাই, ২০১৫ সকাল ১০:২৩

প্রামানিক বলেছেন: অনধিকার চর্চা করলাম - - -- - -

যদি আকাশে থাকে যৌবন ভরা পূর্ণিমার চাঁদ,
তবে থাকে আলোকিত
সৌন্দর্য বাড়িয়ে তোলে রাতের আকাশ ।
আকাশ পৃথিবীকে দিনের সুন্দর রাখে কিরণ ভরা রবি,
ঘরের সৌন্দর্য বাড়িয়ে তোলে নয়ন মনি ঘরের লক্ষী বিবি ।
ভালো মানুষের সংখ্যা খুবই অল্প
এরই মাঝে হয় সৃষ্টি নানান গল্প ।
কেহ প্রেম করে হয় সুখী
কেহ বা এ ভুলটির জন্যই হয় দুঃখী ।
মেয়েরা জানে ছলনা
তাই বলে বলা যাবেনা নাই ভাল মেয়ে
ভালো মন্দ নিজের কাছে
যে ভালো, থাকো সব সময় তার পাশে ।

২৮ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৪৬

বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ ভাইয়া পাশে থেকে শিখিয়ে দেওয়ার জন্য অ্যাডিত করে দিয়েছি ।

৪| ২৮ শে জুলাই, ২০১৫ সকাল ১০:৩৩

গাজী আলআমিন বলেছেন: চাদের আবার যৌবন কোথায় ????

২৮ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৪৮

বাড্ডা ঢাকা বলেছেন: আকাশে প্রতি আরবি মাসের ১৩ থেকে ১৫ তারিখ পযন্ত চাঁদের পূর্ণ যৌবন থাকে ।

৫| ২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৫০

মামুন ইসলাম বলেছেন: চমৎকার কবিতা ।

২৯ শে জুলাই, ২০১৫ সকাল ৭:৪৮

বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ ভাল থাকুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.