নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেশি কথা কইয়েননা আমি রাজনীতি করি না আপনার সমস্যা কি । রাজাকারের বিচার একদিন না একদিন ঠিকই শেষ হবে ।
সকালের সূর্যকে ডেকে জেগে ওঠা,
সকালের প্রথম পার্থনা সকলে মিলে চলা,
রাতে সূর্যকে ঢেকে চাঁদকে জেগে ওঠানো,
নীলপরী লালপরী কতকি কিচ্ছা বলা ।
মায়ের কোলে শুয়ে চাঁদ মামাকে দেখা
চাঁদের হাতে টিপ দেওয়া,
আর কোথাও যাবে না পাওয়া,
হবে না আর মায়ের মত ওরকম ভালবাসার পরশ নেওয়া ।
খোকার ঘুম ওঠতে হত সকাল,
নেয়ে খেয়ে খেলে দিন পার হয়ে হত বিকাল ।
মায়ের হাত ধরে মামার বাড়ি যাওয়া,
কত মজা হত মামীর হাতে আম দুধে খাওয়া ।
২৯ শে জুলাই, ২০১৫ রাত ১০:৪২
বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ নগর সংবাদ আপনাকে ।
২| ২৯ শে জুলাই, ২০১৫ রাত ১০:৩৬
প্রামানিক বলেছেন: ভাল লাগল।
২৯ শে জুলাই, ২০১৫ রাত ১০:৪২
বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ ভাই ।শুভেচ্ছা নিবেন ।
©somewhere in net ltd.
১| ২৯ শে জুলাই, ২০১৫ সকাল ৯:০৫
মিন্টুর নগর সংবাদ বলেছেন: মাকে নিয়ে লেখা ভালো লাগলো ।