নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেশি কথা কইয়েননা আমি রাজনীতি করি না আপনার সমস্যা কি । রাজাকারের বিচার একদিন না একদিন ঠিকই শেষ হবে ।
বাংলাদেশের যানজট নিরাসনে আমাদের আগামীতে বদ্য পরিকল্পনা গ্রহন করুন এবং আমাদের এগিয়ে যেতে সহযোগিতা করুন । বাংলাদেশে যানজটের মূল কারন যে শুধু বেশি বেশি যানবাহন তা নয় এখনে জনসংখ্যা বৃদ্ধির কিছু দোষ আছে যা কখনই আমাদের খালি চোখে ধরা পড়ে না । আর তার জন্য অনুবিক্ষুযন্ত্রও তৈরি হয়নি । তাই ছেলে হোক আর মেয়েই হোক দুটোই যথেষ্ট
তবে যদি যানজট নিরাসন থেকে বাঁচার জন্য আমরা কিছু ভবিষৎ পরিকল্পনা এঁকে রাখি তাহলে মনে হয় ক্ষতি হয় না ।
চলুন দেখেনেই পরিকল্পনাগুলোঃ
যেমন প্রতিটি বাস বানাতে হবে কমপক্ষে দশ কাঠা জমি সমতুল স্কয়ারে । প্রতিটি বাসের প্রথম তলায় থাকবে চালক হেলপার ও তাদের ফ্যামেলীদের থাকার সুব্যবস্থা । বাসের দৃত্বিয় তলায় থাকবে যারা কাছে যাতায়েত করবে তাদের জন্য যেমন বাড্ডা থেকে রামপুরা বা গুলশান থেকে বনানী । তাই দৃত্বিয় তলায় তেমন বিশষ কিছু প্রয়োজন নেই । তৃতিয় তলায় থাকবে ডাক্তার হাসপাতাল বিউটি পালার মুডির দোকান সাইবার ক্যাপ আর ইত্যাদি । বাসের চতুর্থ তলায় থাকবে অফিস আদালত এবং অফিস স্টাফদের পুরো পরিবার সহ থাকার জন্য কোয়াটার রুম ।
বাসের পঞ্চম তলায় বাচ্চাদের ইমারজেন্সি স্কুল ও পরীক্ষা হল । ও বাচ্চাদের খেলার মাঠ তাছাড়াও ছয় তলায় থাকবে বড় দের জন্য বিনোদন হিসেবে সিনেমার হল ।
আর তখন রাস্তায় ছোট গাড়ি যেমন সি এনজি ও সাইকেল এবং মটর সাইকেল ছোট প্রাইভেটকার মাইক্রোবাস রিক্সা এগুলো থাকবে না । বলা চলে এগুলো হবে তখন স্বপ্নের যান এগুলো তখন প্রতিটি সাইকেল সিএনজি মাইক্রোবাস প্রাইভেটকার রিক্সার
ভাড়া হবে প্রতি ঘন্টা ১ লক্ষ টাকা ।
১১ ই আগস্ট, ২০১৫ রাত ১১:২৫
বাড্ডা ঢাকা বলেছেন: হা হা হা ধন্যবাদ প্রামানিক ভাই ।
©somewhere in net ltd.
১| ১১ ই আগস্ট, ২০১৫ রাত ১১:২০
প্রামানিক বলেছেন: হাছা কথাই কইছেন। ভবিষ্যতে এমন বাসই দরকার হইবো।