নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড্ডা ঢাকা

আমার ব্লগ বাড়িতে আপনাকে স্বাগতম

বাড্ডা ঢাকা

বেশি কথা কইয়েননা আমি রাজনীতি করি না আপনার সমস্যা কি । রাজাকারের বিচার একদিন না একদিন ঠিকই শেষ হবে ।

বাড্ডা ঢাকা › বিস্তারিত পোস্টঃ

হজ্জ না করেও হজ্জের পূণ্য লাভ ।

০৯ ই আগস্ট, ২০১৫ রাত ২:৪৫


দুইজন ফেরেস্তা আকাশ দিয়ে উড়ে যাচ্ছেন । একজন ফেরেস্তা
আরেক জন ফেরেস্তাকে বললো বন্ধু এবছর কার কার সম্পূণ্য হজ্জ হলো ?
তো তার সাথের ফেরেস্তা উত্তর দিল বন্ধু তাহলে শোন এ বছর কার পূণ্যহজ্জ হয়েছে । হিরামতির দেশে নীলদ্বীপ গ্রামে গহর নামে এক লোকের বাড়ির পাশে দিয়ে এক লোক হেটে যাচ্ছিল এমন সময় ওই লোকটির নাকে মাংসের তরকারির ঘ্রাণ গেল তো লোকটি ওই বাড়িতে না ঢুকে বাড়ির বাহির থেকে ওই বাড়ির লোকদের ডাক দিলেন আর জিজ্ঞাসা করলেন আপনেরা কি রান্না করছেন আমার কাছে তার ঘ্রানটা খুব ভালো লাগচ্ছে এবং তার ঘ্রাণে আমার খেতে ইচ্ছে করছে । গহর মিয়া তার কথার কোন উত্তর দিলেন না । এভাবে লোকটি একে একে তিনবার বলার পরে গহর মিয়া বললেন ভাই আমার বাড়ির চুলতে প্রায় দীর্ঘ একমাস পরে আগুন দেওয়া হলো তাও মরা গরুর মাংস রান্না করার জন্য । তখন লোকটি গহরমিয়াকে জিজ্ঞেস করলো মরা গরু কেন ? গহরমিয়া বলো আমি আমার শ্ত্রী ও দুই সন্তান আজ প্রায় এক মাস হতে চললো পেট ভরে দুই বেলা কিছু খাওয়া হয়নি তাই কালকে পাশের গ্রামের মাঠে দেখলাম কয়েকজন লোক মিলে একটি মরাগরু ফেলে চলে গেল আর আমি সেই মরাগরুটির কিছু অংশ আমার পরিবারের ক্ষুধা নিবারনের জন্য নিয়ে এসেছি আর তাই রান্না হচ্ছে । আপনি সেই তরকারীর ঘ্রাণ পেয়েছেন । ওই ব্যক্তি গহরমিয়ার মুখে বিস্তারিত সব কথা শোনার পরে তার কাছে হজ্জে যাওয়ার জন্য যে টাকা রেখেছিল তা সব গহরমিয়ার পরিবারকে দান করে দেন ।
তাতে বন্ধু এ বছর সে হজ্জ করতে না আসলেও তার হজ্জ আগে পূরণ হলো ।
বিদ্রঃ ছোটবেলায় কারো মুখে শোনা একটি গল্প সম্পূণ্য কাল্পনিক ।

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০১৫ ভোর ৫:৫১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: স্পর্শী

১০ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:৩৫

বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য ।

২| ০৯ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫১

কানাই স্যার বলেছেন: কাল্পনিক নয়। কাহিনীটা আপনি থিম ঠিক রেখে কাল্পনিক বানিয়েছেন। এ কাহিনী আমি পড়েছি দরবেশ কাহিনী নাকি কি যেনো একটা বইতে।

১০ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:৩৭

বাড্ডা ঢাকা বলেছেন: ঠিক ধরতে পেরেছেন সে জন্য ধন্যবাদ । তবে এসব গল্প বাচ্চাদের জন্য খুবই উপকারী ।

৩| ১০ ই আগস্ট, ২০১৫ রাত ২:২৯

Ft Farhad বলেছেন: চোরাই মাল

১০ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:৩৭

বাড্ডা ঢাকা বলেছেন: থ্যাঙ্কু ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.