নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেশি কথা কইয়েননা আমি রাজনীতি করি না আপনার সমস্যা কি । রাজাকারের বিচার একদিন না একদিন ঠিকই শেষ হবে ।
কি প্রেম শিখাইলা
কেমনও যাদু করিলা
বুকেরও ভেতরে
প্রেমেরও বান মারিয়া
তুমি আমার অন্তরও নিলে কারিয়া ।
এমন প্রেমের ছোবল দিলা
তোমার প্রেমের বিষে আমার পুরো অন্তর হইল নীলা ।।
না পারি দেখাইতে না পারি বুঝাইতে
কত যে বিরহ জমেছে তোমারও প্রেমও আঘাতে ।
জানতাম যদি আগে
হইব কাঁদতে সারাজীবন তোমারও প্রেমে পড়ে
দিতাম না মন তোমায় রাখতাম মন অন্ধকার ঘরে বন্দী করে ।
১৩ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৪৫
বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই ।
২| ১৩ ই আগস্ট, ২০১৫ রাত ৯:০৫
শাহরিয়ার কবীর বলেছেন: ভাল ণাগলো
১৩ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৪৫
বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ সুস্থ থকুন ।
৩| ১৩ ই আগস্ট, ২০১৫ রাত ৯:০৬
শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লাগলো
১৩ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৪৬
বাড্ডা ঢাকা বলেছেন:
৪| ১৩ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৩৮
ব্লগার মাসুদ বলেছেন: ধন্যবাদ ভাল লাগল কবিতা ।
৫| ১৪ ই আগস্ট, ২০১৫ ভোর ৪:৩১
আমি মিন্টু বলেছেন: ভালো লাগল কবিতা ।
©somewhere in net ltd.
১| ১৩ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৫৮
প্রামানিক বলেছেন: না পারি দেখাইতে না পারি বুঝাইতে
কত যে বিরহ জমেছে তোমারও প্রেমও আঘাতে ।
চমৎকার কথা মালা। ধন্যবাদ বোন বাড্ডা।