নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেশি কথা কইয়েননা আমি রাজনীতি করি না আপনার সমস্যা কি । রাজাকারের বিচার একদিন না একদিন ঠিকই শেষ হবে ।
ফুর ফুর করে রাতের আধারে দিচ্ছে ভাই শুরশুরি
এদিকে টিপটিপে বৃষ্টি পড়ছে বাহিরে গুরগুরি
প্রথমে ভেবে ছিলাম এ কাজ করছে ঘরের লক্ষী বোকা
পরে চেয়ে দেখি না ভাই এ যে আস্ত বড় তেলাপোকা ।
তাই না দেখে শ্ত্রী আমার হল খুকী
আমি হলাম বুড়ো খোকা ।।
একি আমি যেদিকে যাই সেও সেদিকে যায়
কে আসিছ এদিকে আয়
ওকে ধর
নিয়ে যা বন্দিশালায় বন্দী কর
এমন সাজা দিবি তাকে
জেল খানায় রাখবি আটকিয়ে জীবন ভর
বন্দী করে দিবি তাকে সাজায় সাজা
বুঝবে বেটা এবার শুরশুরির কি মজা ।।
০২ রা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৩
বাড্ডা ঢাকা বলেছেন: হি হি
২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৯
আমি মিন্টু বলেছেন: ভালো লাগছে আপনার কবিতা ।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৪
বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৯
শায়মা বলেছেন: হা হা