নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নওগাঁর সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্ত থেকে আটকের পর ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের নির্যাতনে এক বাংলাদেশী গরু ব্যবসায়ীর মৃত্যু এবং অন্য এক বাংলাদেশী গরু ব্যবসায়ী গুরুতরভাবে আহত হয়েছেন । মঙ্গলবার ভোররাত পেীনে ৪টার দিকে এই ঘটনাটি ঘটে । নিহত গরু ব্যবসায়ী হলেন সাপাহার উপজেলার কলমুডাঙ্গা গ্রামের আব্দুর রউফের ছেলে নুরুল ইসলাম ৩৫ । আহত গরু ব্যবসায়ী একই উপজেলার শিমুলতলী গ্রামের দোস্ত মোহাম্মদের ছেলে মো: ইসলাম ৩০।
নওগাঁর ১৪ বিজিবি র অধিনায়ক লে কর্ণেল রফিকুল হাসান পিএসসি জানান, মঙ্গলবার রাত ২টার দিকে কলমুডাঙ্গা সীমান্তের ২৩৯ নং পিলারের পাশ দিয়ে ১০/১২ জনের একদল বাংলাদেশী গরু ব্যবসায়ী ভারতে প্রবেশ করে গরু নিয়ে আসার জন্য । এ সময় ভারতের ৩১ বিএসএফ সনঘাট ক্যাম্পের টহল দল বাংলাদেশী গরু ব্যবসায়ীদের দেখতে পেয়ে ধাওয়া করে । ধাওয়া খেয়ে অন্যরা পালিয়ে এলেও বিএসএফ’র হাতে ধরা পড়েন নুরুল ইসলাম ও মো: ইসলাম । তাদের ক্যাম্পে নিয়ে গিয়ে প্রায় এক ঘন্টা অমানষিক নির্যাতন চালায় বিএসএফ । নিযার্তন শেষে গুরুতর আহতাবস্থায় রাত ৩টার দিকে ২৩৯ নং পিলারের পাশে বাংলাদেশী সীমানায় ওই দুজনকে ফেলে দিয়ে যায় বিএসএফ । আহতরা কোনো রকমে বাড়ি আসার পর রাত পৌনে ৪ টার দিকে নুরুল ইসলাম যায় । আহত মোঃ ইসলামকে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।
১৪ বিজিবি র অধিনায়ক লে কর্ণেল রফিকুল হাসান পিএসসি আরো জানান বিএসএফ’র নির্যাতনের শিকার ওই ২জনের হাত পা মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে লাঠি দিয়ে পেটানোর চিহ্ন রয়েছে । তবে বৈদ্যুতিক শট বা অন্য কোনোভাবে নির্যাতন করা হয়েছে কিনা তা ময়না তদন্ত করলে জানা যাবে । বিএসএফের নির্যাতনে ২ বাংলাদেশী হতাহতের ঘটনায় সকালে বিজিবি’র পক্ষ থেকে বিএসএফর কাছে প্রতিবাদ জানানো হয়েছে বলেও জানান বিজিবি অধিনায়ক রফিকুল হাসান ।
এভাবে আর কত মায়ের সন্তানদের জীবন কেড়ে নিবে ঐ কুত্তারবাচ্চারা । ওদের কি একটু মায়ামমতা হয়না বাঙ্গালীদের ওপরে ।
৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ২:৩৪
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ । বুঝতেই পারছেন আমাদের ওপরে কত হামলা চালাচ্ছে ওরা
২| ৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ২:১৮
অগ্নিবীণা! বলেছেন: এই অমানবিক নির্যাতন অবশ্যই বন্দ করতে হবে৷
৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ২:৩৭
আমি মিন্টু বলেছেন: কেউ নাইরে ভাই কেউ নাই এই অমানবিক নির্যাতনের বিচার করার মত । ঐ মালুরবাচ্চারা সারা জীবণ এমনি করবো ।
©somewhere in net ltd.
১| ৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ১:৫৭
মাসূদ রানা বলেছেন: হুম.