নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সিলেটের ব্লগার এবং লেখক অনন্ত বিজয় দাশকে হত্যার ঘটনায় চারজন অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে বিজয় দাশের বড় ভাই রত্নেশ্বর দাশ গতকাল মঙ্গলবার গভীর রাতে একটি মামলা করেন । কিন্তু অতি কষ্টের কথা হলো এখন পর্যন্ত আমাদের সোঁনার টুকুরো পুলিশ ভাইরা কাউকে আটক করতে পারেনি । ওই হত্যাকাণ্ডের প্রতিবাদে সিলেটে আধাবেলার হরতাল চলছে । পুলিশ বলেছে এর আগে তিনজন ব্লগার খুনের ঘটনার সাথে এই হত্যাকাণ্ডের মিল আছে কিনা তা তারা খতিয়ে দেখবেন বা পরিক্ষা করে দেখবেন ।
ওই হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ বুধবার সকাল থেকে সিলেটে আধাবেলা হরতাল ছিল । আর এ হরতাল ডেকেছেন প্রগতিশীল ছাত্রজোট এবং গণজাগরণ মঞ্চ । হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ বুধবার নগরীর কয়েকটি এলাকায় মিছিল হয়েছে । মঙ্গলবার সকালে সিলেট নগরের সুবিদবাজারে চৌরাস্তার মোড়ে কর্মস্থলে যাবার সময় অনন্তকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় । অনন্ত লেখালেখি করতেন এবং সম্প্রতি তার একটি বইও প্রকাশিত হয়েছিল । তাছাড়া সিলেট থেকে প্রকাশিত বিজ্ঞান বিষয়ক একটি পত্রিকাতেও অনন্ত সম্পাদনা করতেন ।
যাই হোক কষ্ট হলেও বলতে হয় পুলিশ যখন দেশের কোন ভালো কাজে লাগছে না তখন তাদের বাদ দিয়ে বডার বাহিনীকে পুলিশের দয়ত্ব দিলেও দেশ অনেক ভাল চলবে ।
সর্ব শেষ বলতে চাই আসলে মামলা করে লাভ কি আমরা মরলেই কি বা বাঁচলেই কি । আমরা মনে হয় এ দেশের কেও হই না তাই আমাদের ওপরে এত হর্তা খুন । আর এর কোন প্রতিবাদ বা বিচার হয় না ।
©somewhere in net ltd.