নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানব পাচারকারীদের খপ্পরে পড়ে সাগরে নৌযানে ভাসতে থাকা হাজারো অভিবাসীর বিষয়ে উদ্বিগ্ন না হয়ে যেখানে উপায় নেই সেখানে এমন নিষ্ঠুরতার প্রদর্শন সভ্য সমাজের পরিচয় বহন করেনা নিশ্চয়ই ।
মানব পাচারকারীদের খপ্পরে পড়ে সাগরে নৌযানে ভাসতে থাকা হাজারো বাংলাদেশি এবং মিায়ানমারের রোহিঙ্গা মুসলিম অভিবাসীদের জীবন বাঁচাতে প্রতিবেশী দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্র । ১৪ই মে পৃথক প্রেস ব্রিফিংয়ে এ আহ্বান জানায় জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র ।
গত কয়েকদিন ধরেই অভিবাসী বোঝাই কয়েকটি নৌযানকে থাইল্যান্ড ও মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া তাদের উপকূলে ভিঁড়তে দিচ্ছে না বলে খবর জানানো হয় । হাজার হাজার এইসব অভিবাসী খাবার ও পানির সংকটে ভুগছেন । এদের অধিকাংশই বাংলাদেশি এবং রোহিঙ্গা মুসলিম পরিবার । এর পরিপ্রেক্ষিতে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র তাদের পাশে দাড়ানোর আকুতি জানিয়েছেন ।
এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতিসংঘ মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন মানব পাচারকারীদের খপ্পরে পড়ে আন্দামান ও মালাক্কা প্রণালীতে নৌযানে ভাসতে থাকা হাজারো অভিবাসীর বিষয়ে জাতিসংঘ মহাসচিব বেশ উদ্বিগ্ন হয়েছে । ওই সব অভিবাসী এবং শরণার্থী বহনকারী নৌযানগুলো প্রবেশে কিছু দেশ বাধা দেওয়ার খবর তার মহাসচিবের কাছে রয়েছে ।
সরকার গুলোর প্রতি তিনি আহ্বান জানিয়েছেন যাতে করে সাগরে উদ্ধারের বাধ্যবাধকতা যেন নিশ্চিত করা হয় এবং উদ্বাস্তুদের নিষিদ্ধ করার বিষয়টি যথাযথ আইনে যেন রক্ষা করা হয় ।
এদিকে বাংলাদেশি ও রোহিঙ্গা মুসলিম অভিবাসীদের সহায়তার জন্য যুক্তরাষ্ট্র সরকারের ওপর চাপ বাড়াচ্ছে মানবাধিকার সংগঠন এবং কংগ্রেসের কিছু সদস্য । এরই প্রেক্ষিতে সাগরে ভাসমান অভিবাসীরদের রক্ষায় পদক্ষেপ নিতে মালয়েশিয়া ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের প্রতি আহ্বান জানালো যুক্তরাষ্ট্র ।
২| ২০ শে মে, ২০১৫ রাত ১২:২৬
ব্লগার মাসুদ বলেছেন: নিরাপদে থাকুক ভাসমান মানুষগুলো। সহমত
©somewhere in net ltd.
১| ১৯ শে মে, ২০১৫ রাত ৯:১৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: বেটার লেট দেন নেভার! তাদের আহবানে সকল দেশই সাড়া দিয়ে সভ্যতার দাবীকে সত্য প্রমাণ করবে বলে আশা করি।
আরা আমাদের সরকারও গা ছাড়া ভাব ছেড়ে কার্যকর কিছু করবে বলে আশা করি।
নিরাপদে থাকুক ভাসমান মানুষগুলো।