নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কথা সত্য আজ কাল বাজারে ভেজাল ওষুধের ছড়ছড়ি বেড়েই চলছে । আর এটা সম্ভবত শুধু আমাদের বাংলাদেশেই । যেখানে মানুষকে বাঁচার জন্য ওষুধ খাওয়া প্রয়োজন সেখানে দেখা যাচ্ছে এখন অনেক সময় ভেজাল ওষুধ জীবন দেওয়ার পরিবর্তে জীবন কেরে নিচ্ছে ।
আর হবেই না কেন সত্যয়তো আমরা হয়ত নিজেরা কেউ আছি শিক্ষা যোগত্যা কম থাকায় আবার অনেকে আছি শিক্ষা যোগ্যতা থাকলেও তাদের বুঝতে দেওয়া হয় না বা কখন কোন মাধ্যমে আমাদের বোঝানো হয় না বাজারে যে ওষুধ আছে তা থেকে কিভাবে আমরা ভেজাল ওযুধ চিনব ।
আর এই সুযোগগুলো হুরধুম প্রতিনিয়ত কাজে লাগিয়ে দিচ্ছেন আমাদের দেশের অসাধু কিছু ভেজাল ওষুধ বিক্রেতা ।
তাদের এই সুযোগগুলোর জন্যই আমাদের অনেক সময় ভেজাল ওষুধ খেয়ে শুধু ঝুঁকিপূর্ণ জীবন যাপনই না মৃত্যুর মুখেও থেলে দেয় ।
আগেও একবার আমার এক বিদেশ ফেরত আত্মীয়র কাছে শুনেছিলাম আজ আবার পত্রিকায়ও দেখলাম বিদেশে নাকি বাজারে কখন কোন রোগের জন্য কোন কম্পানি কোন ওষুধ বাজার জাত করবেন,তা আগে থেকেই প্রচার করে থাকে ।
তাই বিদেশে কমবেশি সকলে সচেতন ভাবে ওষুধ ব্যাবহার করতে পারছেন ।
আর আমাদের দেশে সচেতন তো দূরের কথা কখন কোন ওষুধ কম্পানির প্রচারই চোখে তেমন পড়ে না । আমার মনে হয় এদিক দিয়ে আমরা এখন অনেক পিছিয়ে আছি ।
আমাদের দেশেও ওষুধের বিষয় প্রচার প্রচারণা বাড়ানো গেলে মনে হয় আমাদের জন্য ভাল হতো । তাই আমাদের দেশে সাস্থ অধিদপ্তরগুলো সহ মাননীয় সাস্থ মন্ত্রীর কাছে আবেদন থাকলো
ওষুধের এ বিষয় গুলো আমাদের মাঝে সচেতনা সৃষ্টি লক্ষে বাজারে কখন কোন কম্পানি কোন ওষুধ বাজারজাত করবে তা প্রচার করার জন্য ওষুধ কম্পানিগুলোকে বাধ্য করা হোক ।
একই সাথে আমাদের দেশে বিভিন্ন দিবসের মত ওষুধ সপ্তাহ দিবস পালনের ব্যবস্থা করতে পারলে আমাদের সাধারণ মানুষের মঙ্গল হত ।
©somewhere in net ltd.