নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাকাবাবু হলো বিখ্যাত বাঙালি সাহিত্যিক এবং কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি কাল্পনিক চরিত্র । কাকাবাবু মধ্যবয়েসি অবসরপ্রাপ্ত প্রতিবন্ধী এক মানুষ যিনি অসম্ভব সাহসী । কাকাবাবুকে তার ভাইপো সন্তু আর সন্তুর বন্ধু জোজোকে নিয়ে অনেক অ্যাডভেঞ্চারে জড়িয়ে পড়তে দেখা যায় । বেশিরভাগ অ্যাডভেঞ্চারই ভারতের বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়ে হয় । তাই কাকাবাবুর প্রতিটি উপন্যাসেই নতুন নতুন জায়গার কথা থাকে । কাকাবাবু শারীরিক ভাবে প্রতিবন্ধী হলেও তার অদম্য সাহস এবং নানা বিষয়ে অভূতপূর্ব জ্ঞান থাকায় তিনি সব সমস্যার সমাধান করেন । বেশির ভাগ কাকাবাবুর উপন্যাস প্রথমবার প্রকাশিত হয় পূজাবার্ষিকী আনন্দমেলা পত্রিকায় ।
কাকাবাবুর কিছু অ্যাডভেঞ্চার কাহিনী হলঃ
ভয়ংকর সুন্দর
সবুজ দ্বীপের রাজা
পাহাড়চূড়ায় আতঙ্ক
ভূপাল রহস্য
জঙ্গলের মধ্যে এক হোটেল
জঙ্গলগড়ের চাবি
খালি জাহাজের রহস্য
মিশর রহস্য
কলকাতার জঙ্গলে
নীলমূর্তি রহস্য
রাজবাড়ির রহস্য
বিজয়নগরের হীরে
কাকাবাবু ও বজ্রলামা
উল্কা রহস্য
কাকাবাবু হেরে গেলেন ?
সন্তু ও এক টুকরো চাঁদ
আগুন পাখির রহস্য
কাকাবাবু বনাম চোরাশিকারি
সন্তু কোথায়? কাকাবাবু কোথায়?
কাকাবাবুর প্রথম অভিযান
জোজো অদৃশ্য
কাকাবাবু ও চন্দনদস্যু
কাকাবাবু ও এক ছদ্মবেশী
কাকাবাবু ও শিশুচোরের দল
কাকাবাবু ও মরনফাঁদ
কাকাবাবু ও ব্ল্যাক প্যান্থার
কাকাবাবু ও আশ্চর্য দ্বীপ
কাকাবাবু ও সিন্দুক রহস্য
কাকাবাবু ও একটি সাদা ঘোড়া
এবার কাকাবাবুর প্রতিশোধ
কাকাবাবুর চোখে জল
কাকাবাবু আর বাঘের গল্প
আগ্নেয়গিরির পেটের মধ্যে
আরবদেশে সন্তু কাকাবাবু
কাকাবাবু ও জলদস্যু
গোলকধাঁধায় কাকাবাবু
ছোট গল্প
কাকাবাবু বনাম মূর্তিচোর
একটি লাল লঙ্কা
সাধুবাবার হাত
মহাকালের লিখন
তথ্য সূত্রঃ ইন্টারনেট
২| ২৭ শে মে, ২০১৫ বিকাল ৪:৩৬
ব্লগার মাসুদ বলেছেন: সুন্দর শেয়ার মিন্টু ভাই ।
৩| ২৭ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:০৪
চাঁদগাজী বলেছেন:
দেখবো কাকাবাবুকে।
৪| ০১ লা জুন, ২০১৫ রাত ১২:৫৬
উর্বি বলেছেন: ভালো লাগল...
©somewhere in net ltd.
১| ২৭ শে মে, ২০১৫ সকাল ১০:৪৮
দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: এর মধ্যে বেশির ভাগই পড়া শেষ। ধন্যবাদ তালিকার জন্য বাকিগুলাও সংগ্রহ করে ফেলব।