![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের অভিযুক্ত সদস্য অমিয় ঘোষ আবারো ফেলানী হত্যা মামলা থেকে নির্দোষ প্রমাণিত হলেন । বাংলাদেশি কিশোরী ফেলানী খাতুন হত্যা মামলায় বিএসএফের নিজস্ব আদালত জেনারেল সিকিউরিটি ফোর্সেস কোর্ট জিএসএফসি এর আগে যে রায় দিয়েছিল তা আবারো পুনর্বিবেচনার পরেও সেই রায় বহাল রেখেছেন । বিবিসি বাংলার এক খবরে এ তথ্য জানিয়েছেন । খবরে বলা হয়েছে বৃহস্পতিবার অনেক রাত পর্যন্ত আলোচনা করে কোর্ট মার্শালের সমতুল্য বিএসএফের নিজস্ব আদালত জিএসএফসি নাকি এই রায় দিয়েছেন । পাচ সদস্যের আদালতের প্রধান ছিলেন বিএসএফ আধিকারিক সিপি ত্রিবেদী । এই পাচজনই মূল মামলার শুনানিতে বিচারক ছিলেন । তবে বিএসএফ আনুষ্ঠানিকভাবে রায়ের কথা এখনো ঘোষণা করেনি। কারণ রায়ের কপিতে বিএসএফ মহাপরিচালকের অনুমোদন প্রয়োজন আছে । তবে আগের রায় বহাল থাকলেও ভারতের আদালতে ফেলানীর পরিবার বর্গ চাইলে এই রায় চ্যালেঞ্জ করার সুযোগ পাবেন ।
বিঃদ্রঃ একজন ফালানি শুধু নয় সরা বাংলাদেশের সকলের মা বোনদের নিয়ে যদি ফস্টি নস্টি করে
ওই মালুরা তবু এর সঠিক বিচার হবে না ।কারন আমাদেরকে ওদের হাতের ময়লা মনে করেন ।
©somewhere in net ltd.