নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বি-২ স্পিরিট হলো মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ভারী বোমারু বিমান যা স্টেল্থ বোম্বার নামেও অনেকের মাঝে পরিচিত । এটি তৈরি করেছেন নর্থরোপ গ্রুমম্যান । এটি এমন একটি বিমান যা সহজে রাডার শনাক্ত করতে পারেন না । এই বিমানটিকে বড় ধরনের আকাশযুদ্ধের জন্য নির্মাণ করা হয়েছে । এই বিমানটি প্রচলিত এবং নিউক্লীয় উভয় প্রকার বোমা বহন ও বর্ষণ করতে পারে ।
এই বিমানটির উচ্চ নির্মাণ এবং রক্ষণাবেক্ষণ খরচের জন্য মার্কিন কংগ্রেস ও পেন্টাগনে বেশ কিছু বিতর্ক তৈরি করেছিল । উচ্চ নির্মাণ ব্যয়ের কারণে ১৯৮০ দশকের শেষের দিকে থেকে ১৯৯০ এর দশকে মার্কিন কংগ্রেস প্রাক্কালিত ১৩২টি বিমান নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে এসে মাত্র ২১টি বিমান নির্মাণ করেন ।
প্রতি বি-২ স্পিরিট বিমানের গড় নির্মাণ ব্যয় প্রায় ৭৩.৭ কোটি মার্কিন ডলার । তাছাড়া প্রতিটি বিমানের রক্ষণাবেক্ষণ ব্যয় গড়ে প্রায় ৯২.৯ কোটি মার্কিন ডলার যার মধ্যে আছে খুচরো যন্ত্রাংশ, বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ, রেট্রোফিটিং, ও বিভিন্ন সফটওয়্যার সাপোর্ট । এই বিমান নির্মাণ প্রকল্পে প্রতিটি বিমানের ক্ষেত্রে গড়ে মোট ব্যয় হয়েছে প্রায় ২১০ কোটি মার্কিন ডলার ১৯৯৭ সালে ডলারের মূল্য অনুযায়ী ও এর মধ্যে আছে উন্নয়ন, প্রকৌশল, পরীক্ষণ নানান রকমের ব্যয় ।
এখন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী মোট ২০টি বি ২ স্পিরিট পরিচালনা করছেন । যদিও এই বিমানগুলো স্নায়ু যুদ্ধকে সামনে রেখে নির্মাণ করা হয়েছিল কিন্তু পরবর্তীকালে এগুলো ১৯৯৯ সালের কসোভো যুদ্ধে সাইবেরিয়াতে এবং ইরাক যুদ্ধ ও ২০০১ সালে আফগানিস্তান যুদ্ধেও ব্যবহার করেছেন । ২০০৮ সালে উড্ডয়নের মুহুর্তে ক্র্যাশ করে একটি বিমান ধ্বংস হয়ে যায় ।
এই বিমানে মোট লোক সংখ্যা দুই, এবং এটি ৮০ × ৫০০ পা ২৩০ কেজি জেডিএএম জিপিএস নিয়ন্ত্রিত বোমা,বা অত্যন্ত বিমান সুরক্ষিত স্থানে ১৬ × ২,৪০০ পা (১,১০০ কেজি) বি৮৩ নিউক্লিয়ার বোমা একবারে ফেলতে পারে । বি-২ স্পিরিট-ই একমাত্র বিমান যা দূর আকাশ থেকে স্টেল্থ অবস্থানে থেকেও ভূমিতে নির্দিষ্ট লক্ষমাত্রায় বোমা ছুড়তে পারেন । বি-২ স্পিরিট বোমারু বিমান তৈরির প্রকল্প শুরু হয় ১৯৭৯ সালে কালো প্রকল্প অ্যাডভান্সড টেকনোলজি বোম্বার এটিবি নামে । সে সময় স্নায়ুযুদ্ধ ছিলো প্রকট, এবং ১৯৭৯ ও ১৯৮০ সালে রাষ্ট্রপতি নির্বাচন ক্যাম্পেইনে প্রার্থী রনাল্ড রেগান মার্কিন সামরিক বাহিনীর শক্তি এবং মর্যাদা বৃদ্ধি করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন । ১৯৮০ সালের ২২ আগস্ট কার্টার প্রশাসন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের আওতায় এটিবি প্রকল্পসহ স্টেল্থ বিমানের উন্নয়ন এবং বিকাশে কাজ শুরু করে । ২০০৭ সালে এটি প্রকাশ পায় যে, ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজির বিজ্ঞানীগণ ১৯৮০ দশকে এই প্রকল্পের সফলতার জন্য চুক্তিভিক্তিক গোপনীয়তার সাথে কাজে অংশ নেন ।
০৪ ঠা জুলাই, ২০১৫ সকাল ১১:৫৪
আমি মিন্টু বলেছেন: জানার জন্য এবং সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপুনি ।
২| ০৪ ঠা জুলাই, ২০১৫ সকাল ১০:২১
প্রামানিক বলেছেন: পোষ্টের জন্য ধন্যবাদ
০৪ ঠা জুলাই, ২০১৫ সকাল ১১:৫৮
আমি মিন্টু বলেছেন: আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ প্রামানিক ভাইয়া ।
৩| ০৪ ঠা জুলাই, ২০১৫ সকাল ১০:৩৯
শাহাদাত হোসেন বলেছেন: বিমান দেখতে সুন্দর হলেও কাজ ভয়ষ্কর
০৪ ঠা জুলাই, ২০১৫ দুপুর ১২:০১
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাইয়া । হুম সুন্দর জিনিছের কাজ কিন্তু ভঙ্করয়ই হয় ।
৪| ০৪ ঠা জুলাই, ২০১৫ সকাল ১১:৪৬
এইচ তালুকদার বলেছেন: সাইবেরিয়া?আপনি বোধহয় সার্বিয়া বোঝাতে চাচ্ছেন।
পোষ্টের জন্য ধন্যবাদ।
০৪ ঠা জুলাই, ২০১৫ দুপুর ১২:০২
আমি মিন্টু বলেছেন: হয়তবা সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে ।
৫| ০৪ ঠা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:১৭
প্রোফেসর শঙ্কু বলেছেন: ভাল পোস্ট।
৬| ০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১১:৪৯
ব্লগার মাসুদ বলেছেন: সুন্দর পোস্ট মিন্টু ভাই এরকম আর ভালো পোস্ট চাই আপনার কাছে ।
৭| ০৫ ই জুলাই, ২০১৫ রাত ১:৩৫
মামুন ইসলাম বলেছেন: চমৎকার পোস্ট
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জুলাই, ২০১৫ সকাল ১০:১৩
বাড্ডা ঢাকা বলেছেন: বিমানটির সম্পর্কে জেনে ভালো লাগলো ।