নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।\n

আমি মিন্টু

আমি মিন্টু › বিস্তারিত পোস্টঃ

বিষয় হোটেল ডি সাল ( ওরফে হোটেল লবন ) ঘটনা বলি

১৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫০


এই বিশ্ব সম্পর্কে এখন আমাদের অনেক কিছু জানার বাকি আছে
যা ধারণার বাহিরে । যেমন এইযে আজকে এই পোস্টে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তা অবিশ্বাস্য হলেও সত্য আর তা হল আজ আপনাদের লবন হোটেলের সাথে পরিচয় করিয়ে দেওয়া । চলুন প্রথমে এই লবন হোটেলের নামের সাথে পরিচয় হই । এই হোটেলটি ইংরেজীতে হোটেল ডি সাল নামে পরিচিত । আর এটি বলিভিয়ার দক্ষিন পশ্চিমাংশের উইনি লবন পল্লীতে অবস্থিত । এটি অবশ্য ১৯৯৩ সালে নির্মিত হলেও এটিকে
২০০৭ সালে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয় । এই হোটেলটি পরিপূর্ণ লবন দিয়ে বানানো । এটি রাজধানী লা পাজ শহর থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দক্ষিনে পৃথিবীর সব থেকে বড় সমতল লবন ক্ষেত্রে অবস্থিত । হোটেলটির ভেতরের সকল আসবাবপত্র থেকে শুরু করে এর বিছানা দরজা জানালাগুলোও জমাট লবন ব্লকে তৈরি । পুরো হোটেল ভবনটি বানাতে ৩৫ সেন্টিমিটার পুরু ১০ লাখ লবনের ব্লক লেগেছে । হোটেলটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ৩৬৫০ মিটার উপরে অবস্থিত । হোটেলের দেয়ালগুলো বানানো হয়েছে লবন ও পানি মিশ্রনে । হোটেলটির ভেতরে ১৫ টি ঘর সহ স্টাইল রুম ও রেস্তরা বার সহ আধুনিক সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:২০

শায়মা বলেছেন: বাপরে!!!!!!!!!!!
কি সাংঘাতিক। রাঁধতে গিয়ে কারো লবন ফুরিয়ে গেলে একটু দেওয়াল কিংবা আসবাবপত্র ভেঙ্গে নিলেই হবে!:)

১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১:৪৪

আমি মিন্টু বলেছেন: :)

২| ১৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:২৫

ক্থার্ক্থা বলেছেন: সুন্দর তথ্য । ভালো লাগল পোস্টে অজানাকে জানলাম ।

১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১:৪৫

আমি মিন্টু বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.