নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বুর্জ খলিফা বর্তমানে পৃথিবীর সব থেকে উচ্চু অট্টালিকা । এই অট্টালিকাটি ২০১০সালের ৪ঠা জানুয়ারী তারিখে উদ্বোধন করা হয় ।এই অট্টালিকাটি আরব আমিরাতের দুবাই শহরে অবস্থিত । এটি দুবাই টাওয়ার নামেও পরিচিত হলেও এটিকে নির্মাণকালে এর বহুল প্রচারিত নাম ছিল বুর্জ দুবাই পরে এটিকে উদ্বোধনের সময় নাম চেন্জ করে বুর্জ খলিফা রাখেন ।
এই অট্রালিকাটি উচ্চতা প্রায় ৮১৮ মিটার বা ২,৭১৭ ফুট যা রোড মাপে প্রায় আধা মাইল । এই অট্রালিকাটি তাইওয়ানের তাইপে ১০১ টাওয়ার থেকে ১০০০ ফুটেরও বেশী উচু টাওয়ার । ভবনটির উচ্চতা ১৬৬৭ ফুট । ২০০৪ সাল থেকে ২০০৯ পযন্ত পর্যন্ত এই টাওয়ারটিই ছিল পৃথিবীর সব থেকে উচ্চতম স্থাপনা । মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে অবস্থিত উইলিস টাওয়ারটি ১ ৪৫১ ফুট উঁচু । বুর্জ খলিফা টাওয়ারটি এতই উঁচু একটি ভবন যে নিচতলা আর সর্বোচ্চ তলার মধ্যে তাপমাত্রার পার্থক্য প্রায় ১০ ডিগ্রী সেলসিয়াস ।
টাওয়ারটির কিছু বৈশিষ্ট্য দেওয়া হলো ।
বুর্জ খলিফার টাওয়ারটি নির্মাণ কাজ শুরু হয় ২০০৪ সালে আর এটির কাজ শেষ হয় ২০০৯ সালে । এটি তৈরীতে প্রায় ১.৫ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করতে হয় । এর বহিপ্রাঙ্গনে অবস্থিত ফোয়ারা নির্মাণেই ব্যয় হয়েছে ১৩৩ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড । এই ভবনে ১০৪৪টি বাসা বা এপার্টমেন্ট আছে । ১৫৮তলায় আছে একটি মসজিদ ৪৩তম এবং ৭৬তম তলায় আছে দুটি সুইমিং পুল । আরো আছে ১৬০ কক্ষবিশিষ্ট একটি হোটেল । ১২৪তম তলায় দর্শকদের জন্য প্রকৃতি দর্শনের ব্যবস্থা করা হয়েছে । এই টাওয়ারটির সংস্থাপিত কোনো কোনো লিফটের গতিবেগ ঘণ্টায় ৪০ মাইল । ২০০৪ খ্রিস্টাব্দে শিলান্যাসের পর থেকে অতি দ্রুত নির্মাণ কাজ অগ্রসর হয়েছে । এমনো দিন গেছে যে দিন ১২ হাজার নির্মাণ কর্মী একযোগে নির্মাণ প্রক্রিয়ায় নিযুক্ত ছিল । সে সময় প্রতি তিন দিন পর পর একটি ছাদ তৈরি করা হয়েছে ।
তলা বিন্যাস
অট্রালিকাটি কোন তলা কোন কাজে ব্যবহার ।
১৬০–২০৬ কারিগরি
১৫৬–১৫৯ যোগাযোগ ও সম্প্রচার
১৫৫ কারিগরি
১৩৯–১৫৪ কর্পোরেট স্যুট
১৩৬–১৩৮ কারিগরি
১২৫–১৩৫ কর্পোরেট স্যুট
১২৪ পর্যবেক্ষণাগার
১২৩ স্কাই লবি
১২২ এট.মোসফিয়ার রেস্টুরেন্ট
১১১–১২১ কর্পোরেট স্যুট
১০৯–১১০ কারিগরি
৭৭–১০৮ আবাসিক
৭৬ স্কাই লবি
৪৪–৭২ আবাসিক
৪৩ স্কাই লবি
৪০–৪২ কারিগরি
৩৮–৩৯ আরমানি হোটেল স্যুট
১৯–৩৭ আবাসিক
১৭–১৮ কারিগরি
৯–১৬ আরমানি বাসস্থান
১–৮ আরমানি হোটেল
নিচতলা আরমানি হোটেল
খোলা স্থান আরমানি হোটেল
বি১–বি২ পার্কিং, কারিগরি
তথ্য
"Official Opening of Iconic Burj Dubai Announced"
১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১:৩১
আমি মিন্টু বলেছেন: আপনাকেও ধন্যবাদ হামিদ ভাই । শুভকামনা রইল ।
২| ১৬ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:২৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: শুনলেই ভয় লাগে!!!!
চূড়ায় উঠলেতো মনে হয় ভয়ে ণীচে তাকাতেই পারবো না
১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১:৩১
আমি মিন্টু বলেছেন:
৩| ১৬ ই আগস্ট, ২০১৫ রাত ৯:০০
শতদ্রু একটি নদী... বলেছেন: মিন্টু ভাই না কালকে বললেন আর পোষ্ট দিবেননা। কিসের জানি লিঙ্ক দিলেন? যাইয়েননা, মাঝে মাঝে আপনা কমেন্ট আর পোষ্ট নির্মল আনন্দ নিয়া পড়ি।
১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১:৩৫
আমি মিন্টু বলেছেন: নদী ভাই আমিও মানুষকে আনন্দয়ই দিতে চাই । মাগার সবাই বুঝলেও মডু বুঝে না হেরা আমারে কেমনে ব্লক করবো হেই
চিন্তা লইয়া সারাক্ষন বইসা থাকে । ধন্যবাদ কমেন্টে ।
৪| ১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১:১৩
বাড্ডা ঢাকা বলেছেন: ভালো লাগল
১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১:৩৬
আমি মিন্টু বলেছেন: আপনারেও অনেক ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ১৬ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:১৯
হামিদ আহসান বলেছেন: ধন্যবাদ ..........