নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সে দিন আমাদের স্কুল বন্ধ থাকায় খুব সকাল বলতে ভোর সারে চারটায় ঘুম থেকে উঠে আমি এবং আমার আরো কয়েকজন বন্ধু আমরা সকলে মিলে ফুটবল খেলার জন্য মাঠে যেতে ছিলাম ।
আমার সব বন্ধুরা পেছনে আমি আগে আগে হেটে যাচ্ছি ।
বেশ কিছুক্ষন রাস্তার এ পাশ থেকে ও পাশে থাকা একটি কুকুরের চেচামেচি দেখিছি । সে কোন প্রাইভেটকার দেখলেই এমন ভাবে গলা ফাটিয়ে চেচিয়ে উঠে যেন প্রাইভেটকারটিকে তার সামনে দাড়া করাতে পারলে সে তার দাঁত গুলো দিয়ে সে প্রাইভেটকারের চাকাগুলো কামরিয়ে ছিড়ে দিবে ।
হঠাৎ আমার চোখ রাস্তার পাশে পরে থাকা একটি কালো কুকুর যার গায়ের রঙ ছিল কালো হলুদ দাগ কাটা কুকুরটি কুচুমুচি হয়ে ঘুমিয়ে আছে ।
বেশ কিছুক্ষন দাড়িয়ে দেখতে দেখতে আমি কুকুরটির পাশে যেয়ে দাড়ালাম । আমি তার পাশে যেতেই আমার মনে হচ্ছে সে চোখগুলো বড় বড় করে ভংকর রুপ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে । আমি তার চোখগুলো দেখেই ভীষন ভয় পেয়ে গেলাম । আর মনে মনে ভাবতে লাগলাম সে হয়ত তার মনের আক্রোস গুলো আমার ওপর দিয়ে তুলে নিবে ।
আমাকে তার কাছে যেতে দেখেই তার সঙ্গী ওইযে চেচামেচি করছিল সে কুকুরটি আমারদিকে হায়েনার মত ছুঁটে এলো । নাহ যা ভেবে ছিলাম তা নয় এ দেখি কুকুরটি এসেই আমার পায়ের কাছে মাথা রেখে সে মাটিতে লুটিয়ে পড়লো । আমি তাকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে তুই এমন করছিস কেন ? সে আমার কথার কোন উত্তর দিলো না । কিছুক্ষন পর সে আমার প্যন্টে কামড় দিয়ে ও পাশে পরে থাকা কুকুরটির কাছে নিয়ে গেল । আর তার মাথাটি মৃত কুকরটির ওপরে রেখে কয়েকবার চেচিয় কি যেন বলতে ছিল । একটি সময় তারও চেচানো কমে এলো আস্তে আস্তে নিশব্দ হয়ে সে তার পাশে ঢুলে পড়লো । আমি তখনও আঁচ করতে পারিনি আসলে এখানে এসব কি হচ্ছে । যখন চেয়ে ঘুমিয়ে থাকা কুকুরটির দিকে ভাল করে তাকালাম তখন বিষয়টি আঁচ করতে পারলাম যা আসলে ওই কুকুরটি বেঁচে নাই ওটা একটি মৃত কুকুর পড়েছিল । আর এই চেচামেচি করা কুকুরটি হলো তার সঙ্গী সেও শেষ পযন্ত তার সঙ্গীর মৃত্যুর শোক সহ্য না করতে পরে স্তক করে মারা গেল ।
আর তাদের দুজনের মৃত্যুর জন্য দায় হলো আমার যতদূর ধারনা হয়ত তারা দুজন মিলে রাস্তার ও পাশে হোটেল ডি মুন থেকে রাতের ডিনার শেষ করে ওদের আশ্রয় কেন্দ্রে ফিরতে ছিল । এমন সময় মাল খেয়ে বেসামাল ভাবে গাড়ি ড্রাইব করে যাওয়ার পথে প্রথম মৃত কুকুরটির ওপরে গাড়ি তুলে দেন আর সেখানেই সে মারা যায় । তাই তার সঙ্গীনির রাস্তায় যে কোন প্রাইভেট কার দেখলেই মনে করছেন ওটাই বুঝি ওর প্রাণ প্রিয়তমা জীবন কেরে নিয়েছে । তাই সে প্রতিশোধ নেওয়ার জন্য ওখানে দাড়িয়ে ছিল ।
কিন্ত শেষ পযন্ত তার প্রতিশোধ আর নেওয়া হলো না । সেও ব্রেন্ড স্টকে মারা যান ।যতদূর ধারনা তাদের দম্পতি জীবন শুরু হয়েছিল অল্প কিছু দিন থেকে তাই এ কুলে এখনো তাদের কোন ছেলে মেয়ে হয়নি । পরে আমি ওইদিন মাঠে না যেয়ে বাড়ি চলে যাই ।
২৬ শে আগস্ট, ২০১৫ রাত ৯:০৪
আমি মিন্টু বলেছেন: অনেক মজা হইছে আপু । এবার থেকে কি একটু সহজ সরল ভাষায় কথা বলবেন ।
২| ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ৯:০৭
শায়মা বলেছেন: মন খারাপ করা গল্প ভাইয়া।
তপ্তসীসা ভাইয়া দেখছি আমার চাইতেও তোতলা!!!!!!!!!
হা হা হা কিন্তু এই তোতলামী দেখে আমি হাসতে হাসতে মারা গেছি!!!!!!!!
২৬ শে আগস্ট, ২০১৫ রাত ৯:১২
আমি মিন্টু বলেছেন: আপুনি আমি সহজ সরল মানুষ কি না তাই আমার সঙ্গে তপ্ত সীসা আপুনি মজা লুটছে
৩| ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ৯:২১
শায়মা বলেছেন: তপ্তসীসা আপুনি নাকি!!!!!!!!! কে বলেছে?
২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১১:১০
আমি মিন্টু বলেছেন: আপুনি আমার ধারণা হয়ত ভুল হইতে পারে ।
এমন হইতে পারে তপ্তসীসা ১২৫ বছরের বুইড়াও হইতে পারে ।
©somewhere in net ltd.
১| ২৫ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:০৫
তপ্ত সীসা বলেছেন: মনতু বাইয়া , মনতু বাইয়া, দল্প ভালু হইয়েতে । তিন্তু তুমালে তে দানি হিত লিত্তে তুলি দিতে .।.। মদা , অন্নেত মদা , মদা তালা তি আতে গেবনে