নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।\n

আমি মিন্টু

আমি মিন্টু › বিস্তারিত পোস্টঃ

সকলের একজন প্রিয় চলচ্চিত্র অভিনেতা রিয়াজ তার কিছু কথা পর্ব ৩

২৬ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৩০



সকলের একজন প্রিয় চলচ্চিত্র অভিনেতা রিয়াজ তার কিছু কথা পর্ব ১

সকলের একজন প্রিয় চলচ্চিত্র অভিনেতা রিয়াজ তার কিছু কথা পর্ব -২

রিয়াজ অভিনিত ২০০৯ সালে মুক্তি পায় প্রবীণ অভিনেতা এটিএম শামসুজ্জামান পরিচালিত প্রথম চলচ্চিত্র এবাদত । রিয়াজের বিপরীতে এখানে অভিনয় করেন অভিনেত্রী শাবনূর । ছবিটি ব্যবসায়িক সাফল্য না পেলেও রিয়াজ অনেকের কাছে তার অভিনয় জন্য প্রশংসিত হয়েছেন । এফআই মানিক পরিচালিত রোমান্টিক চলচ্চিত্র চিরদিন আমি তোমার । এখানে রিয়াজের বিপরীতে ছিলেন চিত্র নায়িকা পূর্ণিমা এবং রোমানা । এখানে রিয়াজ একজন মানসিক রোগীর চরিত্রে অভিনয় করেছেন । এটি এটিএন বাংলা প্রযোজিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র । ২০১০ সালে মুক্তি পায় মোহাম্মদ হোসেন জেমী পরিচালিত বাজাও বিয়ের বাজনা । এই চলচ্চিত্রে রিয়াজের বিপরীতে অভিনয় করেন চিত্র নায়িকা অপু বিশ্বাস । এটি রিয়াজ অপু বিশ্বাস জুটি অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র । শাহীন সুমন পরিচালিত জমিদার চলচ্চিত্রটিও মুক্তি পায় একই বছর । এটিতে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্র নায়িকা পূর্ণিমা ।
২০১১ সালের মুক্তি পায় কথাসাহিত্যিক রাবেয়া খাতুন এর মধুমতি উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র মধুমতি । এখানে রিয়াজ মধুমতি উপন্যাসের মূল চরিত্র আনু এর ভূমিকায় অভিনয় করেন । এটিতে তার বিপরীতে অভিনয় করেছেন লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা ২০০৮ এর চ্যাম্পিয়ন ইশরাত জাহান চৈতি । চলচ্চিত্রটি পরিচালনা করেছেন চলচ্চিত্র নির্মাতা শাহজাহান চৌধুরী । এরপর মুক্তি পায় চাষী নজরুল ইসলাম পরিচালিত দুই পুরুষ । এটিতে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্র নায়িকা মৌসুমী এবং নিপুন । মুশফিকুর রহমান গুলজার পরিচালিত কুসুম কুসুম প্রেম সাথে আছেন মৌসুমী এবং ফেরদৌস । এছাড়াও শাহিন সুমন পরিচালিত কে আপন কে পর ছবিটিতে তিনি একটি গানে অতিথি শিল্পী হিসেবে উপস্থিত হন । ২০১২ সালের প্রথম দিকে মুক্তি পায় নজরুল ইসলাম পরিচালিত বন্ধু তুমি আমার চলচ্চিত্রটি । এখানে তার বিপরীতে অভিনয় করেন চিত্র নায়িকা পূর্ণিমা । ২০১৩ সালে মুক্তি লাভ করে ঐতিহাসিক গল্পে গাজী মাহবুব এর পুননির্মিত চলচ্চিত্র শিরি ফরহাদ যার বিপরীতে ছিলেন চিত্র অভিনেত্রী শাবনূর ।এটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম এবং চলচ্চিত্রটি নির্মানে প্রায় ছয় সাত বছর সময় লেগেছিল ।
২০১৪ সালের ১৪ ফেব্রুয়ারী বিশ্ব ভালোবাসা দিবসে মুক্তি পায় লোভে পাপ পাপে মৃত্যু। এটি পরিচালনা করেন সোহানুর রহমান সোহান । এই চলচ্চিত্রে সুদর্শন অভিনেতা হিসেবে পরিচিত আমিন খান প্রথম খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন । তাছাড়াও তার উল্লেখযোগ্য ছবি গুলো হলো এস এ হক অলিক এর এক পৃথিবী প্রেম রিয়াজের বিপরীতে পূর্ণিমা, এ জেড ফিরোজ পরিচালিত মাধবী বিপরীতে আছেন রোমানা ।

দীর্ঘ পাঁচ বছর বিরতি দিয়ে আবারো চলচ্চিত্রে অভিনয়ে ফিরেলেন অভিনেতা রিয়াজ । আর এসেই সুইটহার্ট নামের একটি চলচ্চিত্রে তিনি অতিথি চরিত্রে অভিনয় করবেন । ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় এই চলচ্চিত্রে আরও অভিনয় করবেন বিদ্যা সিনহা সাহা মীম এবং বাপ্পি চৌধুরী । দীর্ঘ বিরতির পর অক্টবর ২০১৪ এ রিয়াজ এবং শাবনূর জুটি হয়ে চুক্তিবদ্ধ হয়েছেন সালাউদ্দীন লাভলুর জনম জনমে চলচ্চিত্রে । তাছারাও ২০০৫ সালে তারা দুজন এই নির্মাতার মোল্লা বাড়ীর বউ ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছিলেন । রিয়াজ কয়েকজন অভীনেত্রীর সাথে জুটি বেঁধে কাজ করেছেন । তাতে সে জনপ্রিয়তা এবং সফলতা পেয়েছেন ও একইসাথে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পে রেখেছেন তার অসামান্য অবদান । বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর এর সাথে রিয়াজের প্রথম এবং সফল জুটি গড়ে উঠেছে । বাংলাদেশ চলচ্চিত্র শিল্পে এই জুটির রয়েছে অসংখ্য দর্শক নন্দিত চলচ্চিত্র । আরেক জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমার সাথেও গড়ে উঠেছে রিয়াজের আরও একটি সফল জুটি । এই জুটিও বাংলাদেশ চলচ্চিত্রপ্রেমীদের উপহার দিয়েছেন বেশ কিছু ভালো চলচ্চিত্র । তাছাড়াও রিয়াজ বেশ কয়েকজন অভিনেত্রীর সাথে জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন । কিন্তু এগুলো তেমন সফল হয়নি ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:১৬

অগ্নি সারথি বলেছেন: দিশি নায়কগো মইদ্দে হেরেই আমি বালা পাইতাম।

২৬ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:২৩

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ বিগ ব্রাদার । আমিও হের অনেক মুভি দেখছি । :)

২| ২৬ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩৪

ব্লগ সার্চম্যান বলেছেন: খুবভালো মানের একজন অভিনেতা রিয়াজ ।

২৬ শে আগস্ট, ২০১৫ রাত ৮:০৯

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.