![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন জেনে নেই কিভাবে তারা আমাদের কাছ থেকে অতিরিক্ত মুনাফা এবং অতিরিক্ত দুই তিন বছর সময় নষ্ট করছে ।
আমাদের বাংলাদেশের ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে ভর্তি শুরু হয় ৩ বছর বয়স থেকে ৪ বছরের ভেতরে । ৩ বা ৪ বছরে বয়সে প্লে, তারপর ক্রমান্বয়ে নার্সারি কেজি ১, কেজি ২, ক্লাস ১। অর্থাৎ ক্লাস ১২ বা বিয়ে বা ডিগ্রী অথবা অনার্স পাশ করতে করতে প্রায় ১৯ থেকে ২০ বছর বয়স লাইফ থেকে শেষ হয়ে যায় । অথচ বিদ্যা শিক্ষায় উন্নত হিসেবে পরিগণিত আমেরিকা ও কানাডা এবং ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াতে এই সময়টা লাগে ১৭ বছর । তবে কেনআমাদের দেশের ছেলে মেয়েদের জীবন থেকে মূল্যবান দুটো বছর হারাতে হচ্ছে ? বা পিছিয়ে পড়তে হচ্ছে জীবনের সর্বক্ষেত্রে । ন্যাশনাল কারিকুলামে পড়াশুনার পক্ষে ব্যক্তিগণ অনেকে বলেন কেন ইংলিশ মিডিয়ামে পড়তে হবে ? কিন্তু বিশ্বায়নের বা বিজ্ঞান সমর্থ এই আধুনীক যুগে ইংলিশ মিডিয়ামে পড়লেই অসুবিধাটা কোথায় ? কেন আমাদের দেশের ছেলেমেয়েরা অবাধ তথ্যপ্রবাহ থেকে আন্তর্জাতিক প্রেক্ষাপটে পিছিয়ে থাকবে । প্রশ্ন হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো সকল নীতি নির্ধারণী গোষ্ঠীর সামনে থেকে তাদের নজর এড়িয়ে নিজেদের বেশি মুনাফার খাতিরে কোমলমতি শিশুদের জীবন থেকে দুটো বছর অলক্ষ্যে চুরি করতে পারছে । কেউ প্রশ্ন তুলছে না পর্যন্ত । কারণ প্লে গ্রুপে ভর্তি করা শিশুদের বাবা মায়েরা বয়সে এতো তরুণ থাকে যে ওই সময়ে এই দুইবছর হারিয়ে ফেলার চিন্তা তাদের মাথায় থাকে না । উপরুন্তু ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তির যে ঝঞ্ঝাট, যে প্রতিযোগিতা বেতন বেশি হওয়া সত্ত্বেও যেন ভর্তি করতে পারলেই নিশ্চিন্ত হওয়া দায়িত্ব কমে যায় । আবার কোন সচেতন অভিভাবক যদি কোন কারণে প্রশ্ন তোলে তবে কোমলমতি শিশুটিকে স্কুল কতৃপক্ষের বিভিন্ন নাজেহালে পরতে হতে পারে । এই অযাচিত আক্রমণ কোন অভিভাবকের কাম্য নয় বলে তারাও তাদের দায়িত্ব এড়িয়ে যান । এই শিশুরাই যখন বড় হয়ে উন্নত বিদ্যাশিক্ষা অর্জনের জন্য বৈদেশিক কোন নামী দামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় তখন এই বিষয়গুলো তাদের নজরে আসে । কিন্তু তখন আর তাদের কিছু করার থাকে না বা তারা তখন কিছু করতে পারেন না । কেবল মাত্র আমাদের সন্তানদের জীবন থেকেই নয় ধারাবাহিকতায় আমাদের পুরো দেশও যোগ্য মেধা প্রাপ্তি থেকে দুইবছর পিছিয়ে পড়ছে বা বঞ্চিত হচ্ছেন । অতিরিক্ত দুই বছরের মুনাফা লুটছে কেবল ব্যবসায়িক মানসিকতা সম্পন্ন ইংলিশ মিডিয়াম স্কুলগুলো । আমাদের প্রশ্নটা হলো এই অতিরিক্ত দুটো বছর আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের গোচরীভূত হচ্ছে না কেন ? নাকি ইংলিশ মিডিয়াম স্কুল নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কোন নীতিমালা নেই বা তাদের কোন মাথা ব্যথাও নেই?
৩১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৩৫
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ নতুন ব্রাদার মূল্যবান মন্তব্যের জন্য । ব্রাদার তা ব্যবস্থা নিবেকে আমাদের দেশের মন্ত্রীরাতো সব সময় ব্যস্ত থাকেন
তাদের গুটি লাল করার জন্য ।
২| ৩০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:১৭
বাড্ডা ঢাকা বলেছেন: খুব ভালো একটি বিষয় প্রতিবেদন করেছেন । নতুন ভাইয়ের সাথে সহমত ।
৩১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৩৯
আমি মিন্টু বলেছেন: আপনাকে মন্তব্যের জন্য ধন্যবাদ । তা আপনি কয়েকদিন থেকে দেখছি পোস্ট দিচ্ছেন না । ঘটনা কি ?
৩| ৩০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:০৮
ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো লাগলো আপনার লেখাটা পড়ে । আমরা সবদিকেই বহিবিশ্ব থেকে পিছিয়ে আছি এটা সত্য কথা ।
৩১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪১
আমি মিন্টু বলেছেন: আরো পিছিয়ে যাবো দেখতেছেনতো দেশের শিক্ষার কি অবস্থা ।
©somewhere in net ltd.
১|
৩০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৫৪
নতুন বলেছেন: আমাদের দেশের শিক্ষা ব্যবস্হকে সময়ের সাথে পাল্লা দিয়ে চলার মতন করে বানাতে হবে।
এখন যেই ছাত্র স্কুলে ভতি` হচ্ছে তাকে ২০-২৫ বছর পরের বিশ্বের সাথে প্রতিযোগিতা করতে হবে তাকে সেই ভাবে তৌরি করতে হবে। সেটা আমাদের দেশের শিক্ষব্যবস্হা করছেনা। সেটার জন্য আমরা অন্য দেশের ছেলে মেয়ের তুলনায় পিছিয়ে যাচ্ছি।