![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেন এত বড় তোমার মাথার চুল
মনে হয় মাঝে মাঝে গুজে দেই তোমার খোপায় কিছু রক্ত জবা
আর চম্পা কলি ফুল ।
দেখলে তোমায়
মনে আছে যত ভাবনা ভুল ।
তোমার চুলের ঘ্রাণ
একবার নাকে আসলে হায় মরি যেন যায় আমার প্রাণ ।
জীবন যেন এক স্বপ্ন পুরী
তোমার চেয়ে তোমার চুলের আছে মানুষ পাগল করা বহু গুনের ঝুড়ি ।
তাইতো লোকে মুখে বলে
রমনীর থাকুক যতই ভুল
তাদের আসল রৃপ হল তাদের মাথার চুল ।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:১০
আমি মিন্টু বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২৬
কালের সময় বলেছেন: