নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির ওপর ভ্যাট আরোপের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে । রাজপথে শিক্ষার্থীদের আন্দোলন সরকার এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের নীতিনির্ধারকদের প্রবল চাপ এবং বিভিন্ন মহলের প্রতিবাদের মুখে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার । পাশাপাশি ভ্যাট আরোপকে কেন্দ্র করে বেসরকারি শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সরকারের মধ্যে নানা শংকাও তৈরি হয়েছিল । এ আন্দোলনের সঙ্গে বিএনপি জামায়াত এবং নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠন জড়িয়ে পড়েছে গোয়েন্দাদের দেয়া এমন তথ্যে বিচলিত করে তোলে সরকার ও ক্ষমতাসীন আওয়ামী লীগের নীতিনির্ধারকদের । নেতারা প্রকাশ্যে ও অপ্রকাশ্যে এ সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি জানান । এরই পরিপ্রেক্ষিতে ৫ দিনের আন্দোলনের মুখে অর্থমন্ত্রীর বিরোধিতা সত্ত্বেও আগের অনড় অবস্থান থেকে সরে আসে ক্ষমতাসীনরা । প্রত্যাহার করে নেয়া হয় ভ্যাট আরোপের সিদ্ধান্ত । আর এ ঘোষণার পরপরই আন্দোলন প্রত্যাহার করে রাজপথ থেকে ক্লাসে ফিরে যায় শিক্ষার্থীরা ।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৪৫
আমি মিন্টু বলেছেন: হ ভাই হ আন্দোলনের মুখে ছাত্র ছাত্রীদের ক্যাচা খেয়ে আপনেরা হেরে গেছেন টা বলতে লজ্জা লাগচ্ছে ।
তাই এখন আপনাদের মুখে এবং সরকারী দলের নেতা কর্মী ও লোকদের মুখে কত ধরনের কথা শোনা যাইবো ।
২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৪৩
খায়রুল আহসান বলেছেন: শুভবুদ্ধির উদয় ঘটেছে। সরকারের বোধোদয় হয়েছে সময় থাকতেই। জনগণ ভোগান্তি থেকে রক্ষা পেলো। আন্দোলনের ইতিবাচক পরিণতিতে স্বস্তি পেলাম। তবে, অর্থমন্ত্রী তার অবিমৃষ্যকারিতার পরিচয় এই প্রথম দিলেন না। বয়সের ভারে অনেক সময় মানুষের হিতাহিত জ্ঞান লোপ পায়। পরিণত মানুষও অর্বাচীন বালকের মত হয়ে যায়। সময় হয়েছে, দেশের অর্থনীতির কর্ণধার হওয়ার মত এই গুরুভার থেকে তার নিজেকে মুক্ত করার। অন্যথায়, দুষ্ট আমলারা তার কাঁধে বন্দুক রেখে ভ্রষ্ট লক্ষ্যে গুলি চালাতে থাকবে।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৫১
আমি মিন্টু বলেছেন: বয়স হলে মানুষ একটু উল্টা পাল্টা হয়ে যায় এক কথায় এটাকে এক ধরনের মানষীক রোগী বলা চলে। আবার সাধারনত এই সব মানষীক রোগের ঔষুধ ঠিক মত দিতে পারলে আবার সে রোগও সময় মত ভালো হয়ে যায় ।
৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৪৮
ব্লগ সার্চম্যান বলেছেন: অবশেষে শিক্ষাথী আন্দোলনের কাছে সরকারের পরাজয় । তবুও ধন্যবাদ সরকারকে যে তাদের বুদ্ধী জ্ঞান ফিরেছে ।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৪
আমি মিন্টু বলেছেন: আপনাকেও ধন্যবাদ মন্তব্যের জন্য ।
৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:২৯
প্রামানিক বলেছেন: সরকারকে ধন্যবাদ এ আন্দোল দীর্ঘয়িত করা অশুভ লক্ষণ ছিল।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৫
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই ।
৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১৯
আমি আবুলের বাপ বলেছেন: আরেক দিক দিয়া বাশ দিছে।
কম্পিউটার ও কম্পিউটার পণ্যে এখন থেকে ৪ শতাংশ হারে মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) দিতে হবে।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৩
আমি মিন্টু বলেছেন: চিন্তা নাই ভাই এটা নিয়েও প্রয়োজনে ঈদের পরে বড় করে একটি আন্দোলন করমুনি ।
৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১৯
রানার ব্লগ বলেছেন: যাক ফল লাভের আশায় যারা গাছে পানি দিচ্ছিল, তারা ব্যপক হতাশ, অভিনন্দন বীর ছাত্র ছাত্রী দের , আপনাদের একক প্রচেষ্টায় এমন সাফল্য, এবং সরকার কে অভিনন্দন শুভ বুদ্ধী উদয়ের জন্য। মাল সাহেব কে বলছি আর লুলাইত হয়েন না।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৯
আমি মিন্টু বলেছেন: এই ধাপে মাল বেটার চরম শিক্ষা হইছে মনে হয় ভাই । আপনাকে ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৩৬
চাঁদগাজী বলেছেন:
না পড়ে, ইয়াবা খেয়ে সার্টিফিকেট পাওয়া মানেই বড় বিজয়।
শেখ সাহেব, তাজুদ্দিন, শেখ হাসিনা ফ্রি পড়েছেন; এখন ১০ লাখ টাকা দিয়ে ক্লাশে গিয়ে পাশ করতে গিয়ে, মা বাবার লাল নীল সুতা বের হচ্ছে; সেটাই বড় জয়।