নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসে শত শত জন
বলো এবার ভালোবেসে সুখী হয় কতজন ।
দিন মুজুর কুলি ভালোবাসে
দিন পার করে দেয় খেলে হেসে
ভালোবাসার জন্য ডাকে ধর্মঘট করে কেহ অনসন
তাতেই বা সুখী হয় কজন ।
কি করেই বা হবে সুখী
সকলে ভালোবাসার আগেই
খুঁজে এখন টাকা কঁড়ি আর অর্থ ধন
চেয়ে দেখে না কেহ
বুকের মাঝে থাকে যে
অর্থের চেয়েও বেশি দামী মন নামের একটি রতন ।
এ খেলায় কেহ হয় আপন কেহ হয় প্রিয়জন
কেহ হয় সুখী কেহ দুখী
কেহ বা হয়ে কারো থেকে যায় অপ্রিয়জন ।
ভালোবেসে কারো জয় হয়
কারো বা পরাজয় ।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৩
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই ।
২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৮
রূপক বিধৌত সাধু বলেছেন: "সকলে ভালোবাসার আগেই
খুঁজে এখন টাকা কড়ি আর অর্থ ধন,
চেয়ে দেখে না কেহ বুকের মাঝে থাকে যে
অর্থের চেয়েও বেশি দামী মন নামের একটি রতন ।" অপ্রিয় হলেও সত্যকথাই ।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩৭
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৬
প্রামানিক বলেছেন: ভালোবেসে কারো জয় হয়
কারো বা পরাজয় ।
চমৎকার কথামালা। ধন্যবাদ