নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।\n

আমি মিন্টু

আমি মিন্টু › বিস্তারিত পোস্টঃ

আসছে ২৭ সেপ্টেম্বর বিরল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১২


আসছে আগামী ২৭ সেপ্টেম্বর পৃথিবীর সাক্ষী হতে চলেছে বিরল সুপারমুন এর । ৩০ বছর পর পৃথিবীতে আবার দেখা যাবে বিরল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ । ২৭ সেপ্টেম্বর পূর্ণ চন্দ্রগ্রহণ চলবে ১ ঘণ্টা ১২ মিনিট ধরে । গ্রহণ শেষ হওয়ার পর ছায়ার আড়াল থেকে বেরিয়ে আসা চাঁদের উজ্জ্বলতা হবে নজরকাড়া সুন্দর্য । ৩০ শতাংশ বাড়বে উজ্জ্বল আলো এবং একই সাথে ১৪ শতাংশ বেশি বড় দেখাবে সেইদিন চাঁদ মামাকে । ইস্টার্ন ডে লাইট টাইম অনুযায়ী ২৭ সেপ্টেম্বর রাত ৮ টা ১১ মিনিটে চাঁদের উপর পৃথিবীর ছায়া পড়তে শুরু করবে এবং ৯ টা ৭ মিনিট থেকে দেখা যাবে চাঁদের উপর পৃথিবীর ছায়া । আর এতে পূর্ণ চন্দ্রগ্রহণ শুরু হবে রাত ১০ টা ১১ মিনিটে । চাঁদের কক্ষপথ গোলাকার নয় তাই পৃথিবীর থেকে যখন সবচেয়ে দূরে থাকে চাঁদ সেইসময় বলা হয় অ্যাপোজি "apogee" আর সবচেয়ে কাছে যখন থাকে সে সময়কে বলা হয় পেরিজি "perigee" । সব থেকে মজার বিষয় হল ২৭ সেপ্টেম্বর চাঁদ মামা আমাদের থেকে মাত্র ৩১ হাজার মাইল দূরে থাকবে ।
এর আগে গত একশো বছরে আমরা সুপারমুন দেখার সুযোগ পেয়েছিলাম মাত্র পাঁচ বার । আর তা হল ১৯১০সালে ১৯২৮সালে, ১৯৪৬সালে,এবং ১৯৬৪ সালে ও ১৯৮২ সালে । এই সুযোগ আমরা বেঁচে থাকলে হয়ত আবার ১৮ বছর পর ২০৩৩ সালে পাবো । নাসার দাবি করেছেন, সব জায়গায় দেখা না গেলেও এই মধুর ক্ষণটি দেখা যাবে উত্তর এবং দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা ও পশ্চিম এশিয়ার কিছু কিছু জায়গা থেকে ।
তথ্যসূত্রঃ জি নিউজ আনন্দবাজার অনলাইন ।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৮

নরহরি ঘোটক বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য।।
আমি এর সাক্ষী হউয়ার চেস্টা করব।।।
--+-+-

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৭

আমি মিন্টু বলেছেন: কইরেন B-)

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৭

প্রামানিক বলেছেন: চমৎকার পোষ্ট। ধন্যবাদ

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৬

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই দেইখেন কিন্তু

৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৬

রূপক বিধৌত সাধু বলেছেন: দেখার অপেক্ষায় রইলাম ।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৫

আমি মিন্টু বলেছেন: আমিও আছি :)

৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১০

ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো শেয়ার

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২৫

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.