নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝ রাতে কবিতারা কথা বলে
সে কথায় যেন দুচোখের ঘুম ভাঙ্গে
দু চোখের স্বপ্নগুলো
আঁকিজুকি করে বহু স্বপ্ন আঁকে
দিনে সে যাবে সেই শিমুলতলা গাঁয়ে
যার পথ চলেছে মাঠেপান্তর আঁকেবাকে ।
বহু জেলে ভাই মাছ ধরছে
কেহ বা নাঁয়ের মাঝে ভাঁটিআলি সুরটাঁণছে ।
দুপুরের ক্লান্ত
সবুজ তরুর ছায়ায় বাশুরিয়া বাজায় বাঁশি
সে চেনা সুরের টানে তাইতো বারে বারে ছুঁটে আছি ।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৩৯
আমি মিন্টু বলেছেন: থ্যাঙ্কু আপু । শুভ সকাল ।
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩৩
কালের সময় বলেছেন: ভালই তো লেখছেন কবিতা ।
২০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২৩
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ শুভ বিকাল ।
৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১১
শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লাগলো।
২০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২৪
আমি মিন্টু বলেছেন:
©somewhere in net ltd.
১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৩৫
শায়মা বলেছেন: কোন পুরাতন প্রাণের টানে
ছুটেছে মন মাটির পানে