নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।\n

আমি মিন্টু

আমি মিন্টু › বিস্তারিত পোস্টঃ

ডাব বাবার কিচ্ছা

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৪:৪৮


লোকটার চরিত্রের দিক দিয়েও যেমন খারাপ
তেমন তার নীতিও ভালো না । কথা ব্যবহার খুবই
খারাপ । কাওকে কথা দিয়ে ঠিকমতে কথা রাখতে
পারে না । তবে তার একটা গুন আছে আর লোকটা সে গুনের
উপরেই বেঁচে আছে । আর তা হল তার মাথা ভরা কূতনীতি বুদ্ধী ।
সে ভালো করেই জানে কোন সময় কখন কিভাবে কাকে ঢিল মারতে হবে । ঠিক সে সময়টি কোন ভাবেই সে হাত ছাড়া করে না ।
একবার তার হাতে টাকা নাই খুব সমস্যায় পরেছে তখন সে তার পাশে থাকা প্রতিবেশির কাছে কিছু টাকা ধার চাইলো কিন্ত তার প্রতিবেশির হাতেও টাকা ছিল না । তবে তার প্রতিবেশির কাছে বেশ কছু ইয়াবা ট্যাবলেট ছিল । তখন তার প্রতিবেশি তাকে বললো ভাই আমার কাছে নগদ টাকা নাই তবে মাল আছে । কিন্ত প্রশাসন ও পুলিশের জন্য মাল বিক্রি করতে পারছি না বলে টাকা পাইতেছি না । একটা বুদ্ধি পরামর্শ দেননা কি ভাবে প্রশাসন ও পুলিশের চোখকে ফাকি দিয়ে মালগুলো বিক্রি করা যায় । তার অনেক বুদ্ধি তাই সে অনেক চিন্তা ভাবনা করে ইয়াবা ট্যাবলেটগুলোকে বিক্রি করার একটা বুদ্ধি বাহির করলো আর তা হলো সে ডাব বাবা সাজলো । তার পর সে একটি নিরিবিলি স্থানে একটি গাছের নিচে তার স্থানা করলো । আর সে ইয়াবার মালিক অথাৎ তার পাশের প্রতিবেশিকে বলে দিল আপনার যত কাস্টমার আছে সব আমার কাছে পাঠাইয়া দিবেন । আর তাদের বলে দিবেন কেও যদি তাদের কোন প্রশ্ন করে তাহলে তারা যেন বলে দেয় তারা ডাব বাবার কাছে যাবে । তখন সে ইয়াবা ট্যাবলেটগুলো খালি ডাবের ভিতরে সংগ্রহ করতো । আগে সে কয়েটি ডাব কিনে ডাবের ভিতরের পানি খেয়ে পরে তাতে সে কিছু ডাবের ভিতর এমনি পানি ভরে রাখতো আর বাকি খালি ডাবগুলোতে সে ইয়াবা ট্যাবলেট রেখে বিক্রি করতো । এক সময় সে ডাব বাবা হিসেবে বেশ জনপ্রিয় হয়ে উঠলো ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৪২

সাদা মনের মানুষ বলেছেন: বুদ্ধিটা কম খারাপ না ;)

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১২

আমি মিন্টু বলেছেন: বুদ্ধিটা খারাপ হয় নাকি ব্রাদার B-) ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.