নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।\n

আমি মিন্টু

আমি মিন্টু › বিস্তারিত পোস্টঃ

শহরের অলি গলিতে অনেককে নাকে মুখে রুমাল দিয়ে নতুন জমাই এর মত চলতে হচ্ছে ।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৩৭

আগের ঘোষণা অনুযায়ী শহরের বেশিরভাগ স্থান থেকে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন সিটি করপোরেশন । মোটামুটি ভাবে শহরের বিভিন্ন এলাকা ঘুরে পরিষ্কার পরিচ্ছন্নতাকর্মীদের তৎপরতাও চেখে পড়ার মতই । তবে তার পরেও শহর পূর্ণ পরিষ্কার হয়েছে বলে মনে হচ্ছে না । বাতাসের মাঝে ভেসে আসছে পশুর রক্তের দুর্গন্ধ । শহরের কিছু কিছু মহল্লায় রাস্তায় জবাই করা পশুর রক্ত শুকিয়ে থাকায় বাতাসের প্রযাপ্ত দুর্গন্ধ রয়েছে । সেখান দিয়ে বা সেসব এলাকার পাশ দিয়ে যেতে হলে নাকে মুখে নতুন জামাইয়ের মত রুমাল দিয়ে যেতে হচ্ছে । আর এ দূর্গন্ধ আসছে পশুর শুকিয়ে যাওয়া রক্ত থেকে ।

শহরকে পরিচ্ছন্নতা নিশ্চিত করতে এবং পরিবেশ দূষণ রোধে এবছরই প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে ঢাকার দুই সিটি করপোরেশনের পক্ষ থেকে রাজধানীর নির্ধারিত স্থানে পশু জবাই করার পরামর্শ দেওয়া হয়েছিল । তবে তাতে তেমন কোন সাড়া পাওয়া যায়নি । বেশির ভাগ মানুষই বরাবরের মতো নিজেদের সুবিধার্থ্যে নিজ নিজ মহল্লায় নিজেদের জায়গায় পশু জবাই দিয়েছেন । অন্যদিকে সিটি করপোরেশনকেও অনেক তৎপর দেখা গেছে । তারপরেও বিভিন্ন স্থানে রক্ত শুকিয়ে থাকায় এবং নালা নর্দমায় রক্ত মিশে পানি জমে থাকায় বাতাসে ভেসে বেড়াচ্ছে এই দুর্গন্ধ । আর এ দূর্গন্ধ বাতাসে মিশে শহরের চার পাশের পরিবেশ মারাক্তক করে তুলছে । আশা করছি এ বিষয়ে সিটি করপোরেশন অতিশিগ্রই কিছু ব্যবস্থা নিবেন ।

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫০

জানা বলেছেন:
ছবিটি দ্রুত সরিয়ে ফেলার জন্যে অনুরোধ করছি।
ধন্যবাদ।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০২

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ আপুনি সরিয়ে ফেলেছি । ঈদমুবারক ।

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫৯

বিদগ্ধ বলেছেন: পশু কুরবানি দেবার স্থান নির্ধারণ করার পর বাঙালিকে তা পালনের জন্য কিছু ব্যবস্থা নিতে হতো। তা হলো, নির্ধারিত স্থানে কুরবানি না দেবার শাস্তি। শাস্তির নিশ্চয়তা ছাড়া বাঙালি আইন মানতে পছন্দ করে না।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০৮

আমি মিন্টু বলেছেন: এটাই হল আমাদের মূল সমস্যা ভাই । সে সরকারই বলেন আর আম জনতাই বলুন । আমরা কোন বিষয়ই সঠিক নিয়মত পর্যক্ষন
করি না । বিষয়টি নিয়ে যখন সিটি করপোরেশন মাথা নাড়া দিছিলো তখন আইন এবং এর পর্যবেক্ষনের দায়ত্বতা অন্তত সরকার
নিতে পারত এবং সকলকে বাধ্যতামূলক কুরবানীর স্থানে পশু জবাই দিতে বাধ্য করতে পারতো । ধন্যবাদ শুভ সকাল ।

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০৬

ঢাকাবাসী বলেছেন: দুনিয়াতে সবচাইতে জনবহুল শহরে, ঢাকা শহরে একদিনে যেখানে ৪৫০০০ টন বর্জ্য জমা হয়, পুরো সুইজারল্যান্ডে মাসে তা হয় কিনা সন্দেহ। কর্পোরেশন যা করেছে যথেস্ঠ। শহরের ৭৫ % মানুষ অশিক্ষিত হওয়াতে সমস্যাটা বেড়ে কয়েকগুন হয়েছে।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১৯

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ সাথে দেরি হয়ে যাওয়া ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ।
কথাটি খারাপ বলেন নাই ব্রাদার । তাই বলে সবাই তো অশিক্ষিত না ।
যারা শিক্ষিত আছে তারাই বা কতটুক সচেতন আছে বলুন । সরকার থেকে যখন নির্ধারিত স্থানে পশু জবাই করার পরামর্শ দেওয়া হয়েছিল তখন বিষয়টি সমাজের যারা শিক্ষিত ছিল তারা কিন্ত ভালভাবে আম জনতারে ফলোয়াও করাতে পারতো । কোথাই
কেউতো কাজটি করলো না । এমনকি এ বিষয় নিয়ে কোন ফেসবুক বা ব্লগেওতো কোন শিক্ষিত ভাই কোন সচেতনমূলক পোস্ট
দিলেন না । যাই বলেন ভাই সব চেতনে ঘুমিয়ে থাকা পাবলিক হয়েগেছে :) । ধন্যবাদ প্রিয় ব্লগার ।

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২৩

সুমন কর বলেছেন: হাহা..আজ কি বের হওয়া যাবে ?? X((

৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৪

রাজ হাসান বলেছেন: এই সমস্যা সমাধা করতে হলে ঢাকা কে সম্পূর্ন রূপে ভেঙ্গে আবার নতুন করে তৈরী করতে হবে।যে ঢাকাতে সব ধরনের নাগরিক সুবিধা বিদ্যমান থাকবে।যেখানে কোনো ঘিঞ্জি পরিবেশ থাকবেনা,যেখানে থাকবে নতুন বাড়ি ঘর,নতুন রাস্তা,নতুন পয়ঃনিষ্কাশন ব্যবস্থা,পরিকল্পিত নগর গড়ে তুলেই একমাত্র এই সমস্যার সমাধান সম্ভব,না হলে কোনো ভাবেই সম্ভব নয়।

৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭

চাঁদগাজী বলেছেন:


ঢাকা শহরকে ছোট করতে হবে; অনেক এলাকা দখল করে, ষেগুলোকে আবার খামারে পরিণত করতে হবে।

৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩২

মিন্টুর নগর সংবাদ বলেছেন: আপনা সমস্যা কি মিন্টু ভাই মানুষে নাখে মুখে রুমাল দিয়ে চললে ।

৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০৪

তারেক বলেছেন: @আমি মিন্টু ভাই বছরে একবার কোরবানি হয়। আর জবাই হওয়া কোরবানি পশুর গন্ধের ব্যাপারটা আপনার কাছে অনেক বড় ব্যাপার হয়ে দাড়াল। আর সারা বছর সারা ঢাকার বিভিন্ন রাস্তার পাশে স্তুপকৃত ময়লার র্দূগন্ধ এর কথা বললেন না কেন?কোরবানির পশুর র্দুগন্ধ ২ দিন বা ৩দিন বা ১ সপ্তাহ , না হয় ধরেন ১ মাসই থাকে। বাকি ১১ মাস রাস্তার পাশে স্তুপকৃত ময়লার র্দূগন্ধ যে সাধারন মানুষের প্রত্যাহিক জীবনে যে কত র্দূভোগ নিয়ে আসে, তা যারা ভুক্তভোগী তারাই জানে। তো এইসব ময়লা-আর্বজনার ব্যাপারে তো কিছু বললেন না বা লিখলেনও না। যদি পারেন এই ব্যাপারে কিছু করেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.