নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তৃতীয় ওয়ানডেতে ৬১ রানে জয় পেলো বাংলাদেশের টাইগারা । এতে তিন ম্যাচ সিরিজে হোয়াইট ওয়াশ সম্পন্ন হলো জিম্বাবুয়ে ।
৪১ তম ওভারে বল হাতে জোড়া আঘাত হানলেন বাংলাদেশের টাইগার মুস্তাফিজুর রহমান । পর পর দুই বলে সিকান্দার রাজা এবং জংওয়ের উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিকের সম্ভানা জাগান বাংলাদেশের এই পেস বোলিং সেনসেশন । ৪১ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ পৌঁছে ২০৭/৮এতে । এবং দলীয় ৪৭ রানে তিন উইকেট খোয়ায় জিম্বাবুয়ে । জিম্বাবুয়ের চতুর্থ উইকেটে ৮০ রানের জুটিতে ইনিংস সামাল দেন দলের অধিনায়ক এল্টন চিগুম্বুরা এবং শন উইলিয়ামস । আর সময়মত টাইগারদের জন্য ভয়ঙ্কর হয়ে ওঠা ওই জুটি ভাঙেন টাইগার সাব্বির রহমান । ব্যক্তিগত ৪৫ রানে বোল্ড আউট হন চিগুম্বুরা । এতে ২৪ ওবর শেষে জিম্বাবুয়ের স্রংগহ দাঁড়ায় ১২৯/৪-এতে। তার আগে জিম্বাবুয়ের ওয়ানডাউন ব্যাটসম্যান ক্রেইগ আরভিনকে সাজঘরে পাঠান অফ স্পিন তারকা নাসির হোসেন ।
বল হাতে জিম্বাবুয়েকে প্রথম আঘাত করেন মুস্তাফিজুর রহমান । ইনিংসের দ্বিতীয় বলেই আঘাত করেন বাংলাদেশের এই তরুণ পেসার । ইনিংসের একবারে প্রথম বলে বাউন্ডারি হাকান জিম্বাবুয়ে ওপেনার চামু চিভাভাকে । আর দ্বিতীয় বলে হন পরিষ্কার বোল্ড আউট । ৬.৫তম ওভারে আবার আঘাত হানেন মুস্তাফিজ । দলীয় ৪৩ রানে মিস্তাফিজের শিকার জিম্বাবুয়ের অপর ওপেনার রেগিস চাকাভা ।
সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে জিম্বাবুয়ের সামনে ২৭৮ রানের টার্গেট ছুড়ে দেন বাংলাদেশ । মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে স্বাগতিকরা টস জিতে ৯ উইকেটে ২৭৭ রান করেছেন । আজকের সূচনাটা দারুণ করেছেন বাংলাদেশ টাইগাররা । ২ উইকেটে ১৯০ রান তুলে ফেলেন । কিন্তু তারপর হঠাৎ ছন্দপতনে ৩৬ রানের মধ্যে আরও ৪ উইকেট হারায় তারা ।
২২৬ রানের মাথায় দাড়িয়ে ফেরেন সাব্বির রহমান এবং নাসির হোসেন । আর ৫ নম্বরে নেমে ৪০ বলে ৫২ রানের ইনিংস খেলেন মাহমুদুল্লাহ রিয়াদ । তার আগে উদ্বোধনী জুটির দুই ব্যাটসম্যানই ফিফটি তুলে নেন । তামিম ইকবাল এবং ইমরুল কায়েস দুই জনই ৭৩ রানে মাঠ ছাড়েন । উদ্বোধনী জুটিতে তারা ১৪৭ রান যোগ করেন । তাছাড়া মুশফিক ২৮রান এবং লিটন দাস ১৭ রান করেন । আর মাশরাফি ১১ বলে ১৬ রান করেছেন । আগের দুই ওয়ানডেতে ১৪৫রান এবং ৫৮ রানে জিতে টানা পাচ ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করেন বাংলাদেশ । কন্যা সন্তানের পিতা হওয়ায় দ্বিতীয় ওয়ানডে থেকে ছিলেন না বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ।
প্রথম ম্যাচের পর হালকা গুঞ্জন শোনা গেলেও সাকিব পাঁচ উইকেট নিয়েছে ঠিক আছে কিন্তু মুস্তাফিজের কি হল ? ভারত দক্ষিণ আফ্রিকাকে একা হাতে বধ করলেন কিন্তু জিম্বাবুয়ের সাথেই উইকেটশূণ্য মুস্তাফিজ ? আর তাই শেষে আর কোন প্রশ্নই উঠতে দিলেন না মুস্তাফিজ । ২য় ম্যাচে আগের রূপে ফেরার আভাস রেখেছিলেন ৩টি উইকেট নিয়েই । আর সত্যিকারের মুস্তাফিজ হয়ে উঠলেন আজ ৩য় ওয়ানডেতে একা হাতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিলেন ৫ উইকেট তুলে নিলেন।
১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২৯
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাই অভিনন্দন ও শুভেচ্ছা নিবেন ।
ঠিক করে দিয়েছি ।
২| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪২
নাবিক সিনবাদ বলেছেন: অভিনন্দন টিম টাইগার্স
১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৩
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাই অভিনন্দন ও শুভেচ্ছা
৩| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৭
গেম চেঞ্জার বলেছেন: টাইগারদের অভিনন্দন!! অভিনন্দন বিসিবি।
১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৩
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাই অভিনন্দন ও শুভেচ্ছা
৪| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৪
ঠ্যঠা মফিজ বলেছেন: অভিনন্দন টাইগার্সদের ! অভিনন্দন মিন্টু ভাইকে ।
১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৪
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাই অভিনন্দন ও শুভেচ্ছা
৫| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২৫
প্রামানিক বলেছেন: টাইগারদের প্রতি প্রাণঢালা অভিনন্দন!!
১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৪
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাই অভিনন্দন ও শুভেচ্ছা
৬| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৪
***মহারাজ*** বলেছেন: অভিনন্দন টাইগার্সদের
১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৫
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাই অভিনন্দন ও শুভেচ্ছা
৭| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১:১১
আজাদ মোল্লা বলেছেন: অভিনন্দন টাইগার সেনাদের কে ।
১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৪
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাই অভিনন্দন ও শুভেচ্ছা
৮| ১২ ই নভেম্বর, ২০১৫ ভোর ৫:২৫
আমি বন্দি বলেছেন: টাইগার্সদের অভিনন্দন ।
১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৪
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাই অভিনন্দন ও শুভেচ্ছা
©somewhere in net ltd.
১| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১৬
কথাকথিকেথিকথন বলেছেন: অভিনন্দন টাইগারদের !!!
শেষ লাইনে হবে দ্বিতীয় ওয়ানডে থেকে ছিলেন না সাকিব আল হাসান ।