নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।\n

আমি মিন্টু

আমি মিন্টু › বিস্তারিত পোস্টঃ

সাধু সাবধান ফেসবুকের গোপন বোন থেকে

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০৮


ফেসবুকে গোপন বোন পরিচয়ের একটি নেটওয়ার্ক দ্রুত ছড়িয়ে পড়ছে । বিভিন্ন ধরনের আকর্ষণীয় উপহারের প্যাকেজের লোভ দেখিয়ে নারী ফেসবুক ব্যবহারকারীদের ঠকাতে গোপন বোন পরিচয় ব্যবহার করচ্ছে তারা । ফেসবুক ব্যবহারকারীদের ইনবক্সে কিংবা নিউজফিড আকারে আকর্ষক একটি উপহার বিনিময়ের বার্তাটি চলে আসতে পারে । সিক্রেট সিস্টারস গিফট এক্সচেঞ্জ নামের এই বার্তায় উপহার পাঠানোর জন্য ব্যবহারকারীকে প্রলুব্ধ করা হবে । বলা হয় যদি গোপনে ১০ ডলার মূল্যের একটি উপহার কাউকে পাঠিয়ে তালিকায় নাম লেখানো যায় তবে এই রকম ৬ থেকে ৩৬টি পর্যন্ত উপহার পাওয়া যাচ্ছে । সাইবার নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন এটা ভুয়া স্ক্যাম ।

কোনো প্রতারক চক্রের কাজ হতে পারে । এতে পুরোনো পিরামিড চক্রের ন্যায় একটি স্ক্রিমের প্রলোভন দেখানো হয়। অর্থাৎ ফেসবুকে গোপন বোনের কাছ থেকে আসা বার্তাএকজনকে উপহার পাঠানোর পাশাপাশি আরও কাউকে আমন্ত্রণ জানাতে হবে । উপহার ক্রমবৃদ্ধি হারে বাড়তে থাকবে । সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ প্রশিক্ষক কেলি বার্নস বলেছেন ফেসবুকে আমি এটা দেখেছি । এটা প্রচলিত পিরামিড স্কিম । আগে চিঠিপত্রের মাধ্যমে এই ধরনের উপহার প্রথা ছিল এখন তা ফেসবুকের মাধ্যমে ছড়াচ্ছে । তিনি আরও বলেছেন এটা ফেসবুকের নীতিমালা বিরুদ্ধ । কারণ এখানে ব্যক্তিগত অনেক তথ্য জানানো লাগে । এই ধরনের প্রতারকের পাল্লায় পড়ে গেলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে । অনেকেই অন্যের দেখাদেখি বা ফেসবুকে আমন্ত্রণ পেয়ে এ প্রতারণার ফাঁদে পা দিতে পারেন । কিন্তু গোপন বোন এর কাছ থেকে কোন উপহার পাওয়ার আশা পূরণের সম্ভাবনা নেই বললেই চলে । তথ্যসূত্র: আইএএনএস

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২৮

প্রামানিক বলেছেন: সতর্ক করার জন্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.