নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।\n

আমি মিন্টু

আমি মিন্টু › বিস্তারিত পোস্টঃ

আগুন দেওয়া হলো কানাডার একটি মসজিদে

১৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৯


কানাডায় একটি মসজিদে উদ্দেশ্যমূলকভাবে আগুন দেওয়া হয়েছে। এই ঘটনাকে ইসলাম বিদ্বেষী তৎপরতা হিসেবে দাবি করেছেন স্থানীয় মুসলমানরা।আর কানাডার কেন্দ্রীয় ওনটারির প্রদেশের ওটোনাবি নদীর পাড়ে পিটারবোরো নগরীর মসজিদ আস-সালামে এই আগুন দেয়া হয়েছে।নগরীর একমাত্র মসজিদটি শনিবার স্থানীয় সময় রাত প্রায় ১১টায় আগুন দেয়া হয়। এ ঘটনার তদন্ত এখনো চলছে বলে পুলিশ জানিয়েছে ।

আগুনে ক্ষতিগ্রস্ত মসজিদের ভেতরের দৃশ্য আগুনের ঘটনায় কেউ হতাহত হয় নি কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত মসজিদটি ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। মসজিদ আস-সালামে কেন আগুন দেয়া হয়েছে এবং এ ঘটনায় কারা জড়িত তা বের করার জন্য তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ। এ দিকে, স্থানীয় সূত্র থেকে বলা হয়েছে, মসজিদ মেরামতে ৮০ হাজার ডলার লাগবে বলে মনে করা হচ্ছে। এ জন্য চাঁদা এবং দান সংগ্রহ করছেন স্থানীয় মুসলমানরা।

আগুন লাগার পরে নগরীর মেয়র এই ঘটনার নিন্দা জানিয়ে এক বিবৃতি দিয়েছেন। তিনি আরো বলেছেন, বিদ্বেষের কারণে যদি মসজিদে আগুন দেয়া হয়ে থাকে তবে তার সঙ্গে কানাডার সাধারণ মানুষের কোনো যোগসূত্র নেই। প্যারিসের সন্ত্রাসী হামলার ঘটনার পরপরই কানাডার এই মসজিদে আগুন দেয়ার ঘটনা ঘটে।

তথ্যসূত্র অনলাইন কাগজ

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫১

দূর আকাশের নীল তারা বলেছেন: এখন আমাদের কি করা উচিৎ? আইএস-এর সাথে একাত্মতা ঘোষণা করে বেশী করে অমুসলিম হত্যা করা উচিৎ? বাংলাদেশের অমুসলিমদের প্রাথর্নাকেন্দ্রগুলোতে আগুন দেয়া উচিৎ?

১৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৮

আমি মিন্টু বলেছেন: আপনার এরকম মন্তব্যে আমি এক মত হতে পারলাম না ।
মুসলীম অমুসলীম সবাই আমরা ভাই ভাই । আর সব থেকে বড় কথা অমুসলীম হলেও তার বড় পরিচয় সে একজন মানুষ ।

২| ১৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৮

রানার ব্লগ বলেছেন: কুকুরের কাজ কুকুর করেছে কামোড় দিয়েছে পায়ে, তাই বলে কি কুকুর কে কামোড় মানুষের শোভা পায়।

১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৫২

আমি মিন্টু বলেছেন: বুঝি না ভাই ।

৩| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩০

আরিফ৭৬৭৭ বলেছেন: @আমি মিন্টু , "মুসলীম অমুসলীম সবাই আমরা ভাই ভাই । আর সব থেকে বড় কথা অমুসলীম হলেও তার বড় পরিচয় সে একজন মানুষ ।" এই কথা গুলো কি শুধু আমাদেরই জানতে হবে আর মানতে হবে ???? , না আমরা দূর্ব‍ল বলে .........

১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৫১

আমি মিন্টু বলেছেন: ভাই আরিফ আমি অত কোন কঠিন কথা বুঝি না । আমি সহজে যা বুঝি টা হল কোন হত্যা ও খুনাখুনী মারামারি কখনো
সঠিক পথ দেখাতে পারে না । তবে সব থেকে বড় কথা আমাদের মুসলীমদের কপাল খারাপ তার কারন আমাদের মাঝে একতা নাই । এবং মুসলীম বিশ্বে প্রতিটি মুসলীম রাষ্ট্রের সকল নেতাদের মাথা মোটা ।

৪| ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:২১

রাফা বলেছেন: আগুন লাগার আগেই কিভাবে বিবৃতি দেয় মেয়র সাহেব !কিভাবে উনি নিন্দা জানালেন -আপনি নিচের প্যারা ঠিক করে লিখুন।

১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:৫৫

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাই টাইপো ছিল ঠিক করেদিছি ।

৫| ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:৪২

ধমনী বলেছেন: দুঃখজনক।

১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:৫৬

আমি মিন্টু বলেছেন: দুঃখের শেষ নাই ভাই ভালো থাকবেন ।

৬| ২৬ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪

আরিফ৭৬৭৭ বলেছেন: @আমি মিন্টু , ভাই আপনি একদম সত্যি বলেছেন। জানি , একতাহীনতার কারণে আমাদের জন্যে ভবিষ্যতে আরোও ভয়াবহ দিন অপেক্ষা করছে। আমরা ৯০ভাগ মুসলমানরা শুধু নামেই মুসলিম । কাজে আর ব্যবহারে অধমের সর্ব‍নিম্ন স্তরে। আল্লাহপাক আমার সহায় হোন। আমীন।

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৫০

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.