নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক সূত্রে জানা যায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বাসভবন এবং কার্যালয় হোয়াইট হাউসে হামলা চালানোর হুমকি দিয়েছেন ইসলামিক জঙ্গিগোষ্ঠি স্টেট আইএস। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত এক ভিডিওর মাধ্যমে আইএস এই হুমকি দিয়েছেন। ছয় মিনিটের ভিডিওতে বলা হয়েছে হোয়াইট হাউসে আত্মঘাতী বোমা এবং গাড়ি বোমা হামলা চালাবে আইএস। তাছাড়াও জঙ্গিগোষ্ঠিটি ফ্রান্সে আরো হামলা চালানোর হুমকি দিয়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক জঙ্গি তৎপরতা নজরদারির ওয়েবসাইট বলছে ইরাকে সক্রিয় আইএসের জঙ্গিরা ভিডিওটি প্রকাশ করেছেন। ভিডিওতে গত সপ্তাহে ফ্রান্সের প্যারিসে চালানো হামলার প্রশংসা করা হয়েছে। প্যারিসে ভয়াবহ হামলার দায় আইএস স্বীকার করেছে। হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কারবি বলেছেন ভিডিওটির সত্যতা যাচাইয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। ওই হুমকিকে গুরুত্বের সঙ্গে নিয়েছেন প্রশাসন। তবে ভিডিওটির ব্যাপারে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে চায়নি।
তথ্যসূত্রঃ রয়টার্স
২০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৮
আমি মিন্টু বলেছেন: আমিও কিছু কইতে পারি না ।
©somewhere in net ltd.
১| ২০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৫
চলন বিল বলেছেন: আইএস নাকি আমেরিকার সৃষ্টি, তাইলে হোয়াইট হাউজের নিরাপত্তা হুমকির মুখে
ক্যামনে কি?