নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।\n

আমি মিন্টু

আমি মিন্টু › বিস্তারিত পোস্টঃ

সাকা ও মুজাহিদের রায় নিয়ে এবার হিউম্যান রাইটসের বিতর্কিত মন্তব্য

২০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৪



অ্যামিনেস্টি ইন্টারন্যাশনালের পর এবার যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটি মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের দণ্ড স্থগিতের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে মানবতাবিরোধীদের বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছে সংস্থাটি। মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির সাজার বিরুদ্ধে রিভিউ আবেদন করেছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরী ও মুজাহিদ। ১৮ নভেম্বর সুপ্রিম কোর্ট তাদের সে আবেদন খারিজ করে দেয়। এর ফলে এই যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি নিশ্চিত হয়েছে। এর আগে ২৭ অক্টোবর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাকা-মুজাহিদের বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিল। একইসঙ্গে মুক্তিযোদ্ধাদের নিয়েও ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করেছিল সংগঠনটি।

শুক্রবার হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেন, ‘ ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে যে ভয়াবহ অপরাধ সংঘটিত হয়েছে তার বিচার ও দায় গুরুত্বপূর্ণ। তবে বিচার প্রক্রিয়ায় আন্তর্জাতিক স্বচ্ছতার মানদণ্ড বজায় রাখতে হবে। অন্যায্য বিচার প্রক্রিয়ায় প্রকৃত বিচার করতে পারে না, বিশেষ করে যেখানে মৃত্যুদণ্ড দেওয়া হয়।’
বিবৃতিতে বলা হয়, মুজাহিদ-সাকার মৃত্যুদণ্ড আন্তর্জাতিক আদালতের আগের মামলার মতই ত্রুটিপূর্ণ। ২০১৩ সালের ডিসেম্বরে জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে দ্রুত প্রনীত আইনের মাধ্যমে, যা আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ। আদালত প্রাঙ্গন থেকে মামলার বিবাদীর প্রধান সাক্ষীকে সরকারি বাহিনীর হাতে অপহরণের বিশ্বাসযোগ্য অভিযোগ পাওয়ার পরও মানবতাবিরোধী অপরাধে আরেক অভিযুক্ত দেলাওয়ার হোসেন সাঈদীকে দণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ অভিযোগের নিরপেক্ষ তদন্তের আদেশ দিতে অস্বীকৃতি জানিয়েছিল। প্রত্যক্ষদর্শী ও অন্যান্য প্রমাণের স্বল্পতা এবং রাষ্ট্রপক্ষের স্বাক্ষীর অসঙ্গতিপূর্ণ বিবৃতি সত্ত্বেও ২০১৫ সালের এপ্রিলে মৃত্যুদণ্ড দেওয়া হয় মোহাম্মদ কামারুজ্জামানকে।

বিবৃতিতে দাবি করা হয়, মুজাহিদ ও সাকার বিচার প্রক্রিয়ায়ও একই অভিযোগ রয়েছে- প্রত্যক্ষদর্শী সাক্ষী ও দলিলপত্রাদির স্বল্পতা। মুজাহিদের আইনজীবী তার পক্ষে ১৫০০ সাক্ষীর নাম দিয়েছিলেন। আদালত অবশ্য যৌক্তিকভাবেই ১৫০০ জনের সাক্ষ গ্রহণে অস্বীকৃতি জানিয়েছে। কিন্তু অযৌক্তিকভাবে মাত্র তিনজনকে মুজাহিদের পক্ষে সাক্ষ্য দেওয়ার সুযোগ দিয়েছে। এজড়া মুজাহিদকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তার অনুগতদের নিপীড়নে প্ররোচিত করার অভিযোগে। অথচ তার অনুগতদের কোন সাক্ষীই গ্রহণ করা হয়নি। রিভিউ আবেদন খারিজ করে দেওয়ার পরপরই বাড়িতে পুলিশি অভিযানের পরিপ্রেক্ষিতে মুজাহিদের এক আইনজীবী লুকাতে বাধ্য হয়েছে।

তথ্যসূত্র অনলাইন নিউজ

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০৬

সাদী ফেরদৌস বলেছেন: আরে ধুর X(( এগুলা কোন বিষয় না । এই এনজিও গুলা বিদেশ থেকে প্রচুর টাকা কামানোর জন্য এসব বলে ।
ছাগল আর কি ।

এখন তাঁদের মা বোনরে ধর্ষণ করে খুন করার পর তাঁদের প্রতিক্রিয়া জানতে হবে ।

সারা দুনিয়াতে এত হাজার হাজার মানুষ মরতেছে তা নিয়া এদের মাথা ব্যাথা নাই , এদের মাথা ব্যাথা দুইটা কুত্তা নিয়া ।

আফসুস X(

২০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৯

আমি মিন্টু বলেছেন: : @সাদী ফেরদৌস ছুটো বেলায় শুনটাম মানুষের ভালো হইতে টাকা পয়সা লাগে না । যাই হোক যে কোন ব্লগার তার মনের ভাবনা প্রকাশ করতে পারে ।এবং ব্লগ লেখলে যদি অপরাধ হয় তাহলে সে অপরাধ তার । অপরাধ কিন্ত তার বাবা মায়ের তাই বলছিলাম
ব্লগে ভাষা খারাপ করে ব্লগের পরিবেশ নষ্ট না করলে কি হয় না । টাছাড়াও আপনি যখন একজনের মাকে তুলে খারাপ মন্তব্য
করবেন সেও কিন্ত আপনার মাকে নিয়ে খারাপ খারাপ মন্তব্য করলো তখন বিষয়টি জানি কেমন হয়ে গেল না ।
ধন্যবাদ আশা করি বিষয়গুলো মাথায় রাখবেন । :(

২| ২০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৮

বর্নিল বলেছেন: অ্যামেনিস্টি ইন্টারন্যাশনাল ছাগলের তিন নম্বর বাচ্চা

২০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২৩

আমি মিন্টু বলেছেন: খুব ভাবনার কথা :(

৩| ২০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৯

নতুন বলেছেন: অ্যামেনিস্টি ইন্টারন্যাশনাল কে বলুন ইসরাইলের ব্যাপারে কিছু বলতে...

তখন কিন্তু চুপ হয়ে যাবে।

২০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২১

আমি মিন্টু বলেছেন: দারুন বিষয় মন্তব্য করেছেন ভাই ধন্যবাদ ।

৪| ২০ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৭

আরণ্যক রাখাল বলেছেন: অ্যামনেস্টি আর হিউম্যান রাইটস তখন কোথায় ছিল যখন সাকা বলে, ধর্ষণে বাঁধা দিতে না পাও, উপভোগ কর? কোথায় ছিল আরো যত মানবাধিকার সংস্থা? এরা জাস্ট ফালতু| ওরা ধর্ষণ করেছে, হত্যা করেছে দেশের মানুষকে নির্বিচারে| তাদের যে বিচার হচ্ছে এটাই তো বিশাল, তাদের দেশের প্রতি এজন্য কৃতজ্ঞ থাকা উচিৎ যে, তাদের ক্রসফায়ারে মারা হয়নি

২১ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩৯

আমি মিন্টু বলেছেন: ঠিকিতো তখন ওরা কই ছিল আমি আপনি কই ছিলাম কে জানে ?

৫| ২০ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬

শতদ্রু একটি নদী... বলেছেন: মিন্টূ ভাই, দলমত ধর্ম নির্বিশেষে আপনাআরে সবাইরেই সমর্থন করতে দেখি, খুবই মজা লাগে। আপনে কি হিউম্যান রাইটস ওয়াচেও যোগ দিছেন এইবার? একটা আওয়ামী পোস্ট দিয়া সার্কেলটা পুরন করেন, খুবই আনন্দিত হই ;)

২১ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩৬

আমি মিন্টু বলেছেন: দিমুনি মন্তব্যের মাধ্যমে জানাইয়েন একটা টপিক মানে কেমনে শুরু করা যায় কিছু হইলে আমি নাই দোষ আপনার উপরে
চাপাইয়া দিমুনি B-) ;)

৬| ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৫

চলন বিল বলেছেন: মিন্টু ভাই নিরপেক্ষ থাকুন এটাই বেশি দরকার
পোস্টে প্লাস

২১ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩৮

আমি মিন্টু বলেছেন: কি আর করমু ভাই চেয়ে চেয়ে শুধু দেখে যাই । ধন্যবাদ ভাই সুস্থ থাকবেন এই প্রাথনা করি ।

৭| ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৮

***মহারাজ*** বলেছেন: :-/

২১ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩৩

আমি মিন্টু বলেছেন: :-*

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.