নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কারাগারে পরিবারের সাথে শেষ দেখার সময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরী বলেছিলেন ক্ষমা চাইলে তিনি মহান রাব্বুল আলামিনের কাছেই চাইবেন, কোনো বান্দার কাছে নয়। তার ভাই জামালউদ্দিন কাদের চৌধুরী এ কথা জানিয়েছেন।আর রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার ব্যাপারে সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হোমাম কাদের চৌধুরী বলেন ‘কারাগারে বাবার সাথে যখন আমরা শেষবার দেখা করলাম আমার বাবার শেষ কথা ছিল- তোমার এই ৬ ফুট ২ ইঞ্চি লম্বা বাপ (বাবা) কারো সামনে মাথা নিচু করবে না। সালাহউদ্দিন কাদের চৌধুরীর লাশ দাফনের পর রোববার সকালে রাউজানের গহিরায় পারিবারিক বাড়ি বাইতুল বিলালে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন তারা।হোমাম বলেন এই নিয়ে যেসব কথা বলা হচ্ছে তা আসল নয়। একজন বেকসুর মানুষকে হত্যা করা হয়েছে। আশা করি, দেশের মানুষ একদিন না একদিন ন্যায়বিচারের জন্য ডাক নিশ্চয়ই দিবে।
হোমাম বলেন আশা করি সামনে যখন আপনাদের সাথে দেখা হবে তখন এই বিচারের আসল যে কাহিনী সেটা আপনাদের সামনে তুলে ধরতে পারব। সালাহউদ্দিন কাদের চৌধুরীকে নিজের হাতে দাফন করতে পারায় নিজেদের ভাগ্যবান মনে করে তার ছোট ছেলে বলেন, দেশের এখন যে পরিস্থিতি অনেকেই খুন গুম হচ্ছেন। তারা তাদের আপনজনদের লাশও খুঁজে পাচ্ছেন না। আমরা ভাগ্যবান যে সম্মানের সাথে আমাদের বাবাকে দাফন করতে পেরেছি।সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছোট ভাই জামালউদ্দিন কাদের চৌধুরী বলেন প্রাণভিার বিষয়ে তিনি (সালাহউদ্দিন কাদের) বলেছেন আমি যদি মার্সি (মা) চাই তবে মহান রাব্বুল আলামিনের কাছে চাইবো, কোনো বান্দার কাছে নয়।সংবাদ সম্মেলনে নেজামে ইসলামী পার্টির যুগ্ম মহাসচিব আবদুর রহমান চৌধুরী এবং কাদের চৌধুরী পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন।
বাবা প্রাণভিক্ষার আবেদন করেননি বললেন মুজাহিদপুত্রঃ
এ দিকে ফরিদপুর অফিস জানায়, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের জ্যেষ্ঠপুত্র আলী আহম্মাদ তাসদিদ বলেছেন, আমার বাবা কুরআন সুন্নাহর ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠায় সারা জীবন আন্দোলন করে গেছেন। কারো কাছে প্রাণভিক্ষা আবেদন তিনি করেননি।
মুজাহিদের দাফন শেষে আইডিয়াল মাদরাসা প্রাঙ্গণে নামাজে জানাজায় অংশ নেয়া মুসল্লিদের উদ্দেশে তাসদিদ বলেন, তিনি (মুজাহিদ) তার জীবনে সামর্থ্য অনুযায়ী কুরআন সুন্নাহ অনুযায়ী সমাজ গড়তে যথাসাধ্য চেষ্টা করেছেন, আপনারা তার সাী। সে কারণেই বাতিলের কোপানলে পড়ে আল্লাহর দরবারে তিনি শাহাদাতের মর্যাদা পেয়েছেন বলে আমরা বিশ্বাস করি। তিনি আপনাদের সবাইকে সালাম জানিয়েছেন দোয়া চেয়েছেন। মুজাহিদপুত্র বলেন আমার বাবা মার্সি পিটিশন করেননি। আল্লাহকে হাজির নাজির জেনে তিনি আমাদের জানিয়েছেন, কোনো মার্সি পিটিশন করেননি। এ সময় জামায়াতের অঞ্চল দায়িত্বশীল দেলোয়ার হোসেন, সহকারী অঞ্চল দায়িত্বশীল সামসুল আলম বরাটি, জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুত তাওয়াব সেক্রেটারি মাওলানা বদরুদ্দিন বক্তব্য দেন। জামায়াত নেতারা বলেন আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে অন্যায়ভাবে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। ইসলামি আন্দোলনে তার এ আত্মদান অনুপ্রেরণা হয়ে থাকবে। আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করুন।
তথ্যসূত্রঃ অনলাইন নিউজ থেকে সংগ্রহ করা ।
২৩ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:১৫
আমি মিন্টু বলেছেন: আমিও আপনার সাথে সহ প্রাথনা
২| ২৩ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫১
জুলিয়ান এসাঞ্জ বলেছেন: মানবী বলেছেন: মৃত মানুষদের নিয়ে মিথ্যা অপপ্রচারের নোংরামী করার মতো কীট পতঙ্গ আমাদের দেশে নিতান্ত কম নেই, ব্যাপারটা দুঃখজনক।
এক শ্রেনীর অসুস্থ মানসিকতার জীব রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে যেমন খুশী বানোয়াট গল্প প্রচার করে বিকৃত আনন্দ লাভ করে।
আল্লাহ্ বাংলাদেশকে সকল অপশক্তি থেকে রক্ষা করুন এই প্রার্থনা।
২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪১
আমি মিন্টু বলেছেন: কিছু কইতাম না আইজ যে যার যা মনে চায় কইয়া যান ।
৩| ২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩১
চলতি নিয়ম বলেছেন: রাজাকারের জন্য তার বাচ্চা দের পরান তো কাদ্বেই, এটাই স্বাভাবিক।
মুজাহিদ বলেছিলো দেশে কব যুদ্ধাপরাধী নেই, তার ছেলে বলেছে তার বাপ প্রাণ ভিক্ষা চায়নি। ২ টাই একই রকমের সত্য।
২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৪
আমি মিন্টু বলেছেন: আরো কিছু বলার আছে থাকলে বলুন । এখনিতো বলার সময় । হয়ত এরকম বলার মত উপযুক্ত সময় আর পাবেন না ।
৪| ২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:২০
গোধুলী রঙ বলেছেন: ভাইরে আল্লার কাছে মাফ চাইলে যদি সব ক্ষমা হইতো তবে সব মানুষই চেষ্টা করতো জীবনের ৫০ বছর পর্যন্ত মানুষের উপর রাজ করে একদিন কান্নাকাটি করে সব মাফ করিয়ে নেবার, এট লিস্ট সাকাচৌর মতন ক্ষেত্রে। তাহলে বুঝতে পারছেন দুনিয়ার অবস্থা কই গিয়ে দাড়াতো!!! সব মাফ হবে না জেনেও মানুষ যেভাবে মানুষের উপর অত্যাচার করে যাচ্ছে, উল্টোটা হলে দুনিয়া এতদিনে ধবংশ হয়ে যেত।
২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৫
আমি মিন্টু বলেছেন: হুম সেটাও ঠিক বলেছেন ।
৫| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১০
এই আমি সেই আমি বলেছেন: সাকার পোলা অবশ্যই তুমি ভাগ্যবান , কারণ তুমি তোমার বাপের দাফন নিজ হাতে করতে পারছ ।
য়
একাত্তরে তোমার বাবা অনেক কে মারছে যাদের দাফন কাফন করা যায়নি। নতুন চন্দ্র সিংহের লাশ তিন দিন উঠানে পড়ে ছিল।
৬৯ পাড়ায় নিহতদের মধ্যে দুই জন মহিলা বেশ কয়েক মাসের অন্তসত্তা ছিল । বেয়নেটের আঘাতে তাদের গভস্থ সন্তান বেরিয়ে এসেছিল। সেদিন তোমার বাবা পাকিদের নিয়ে সেই গ্রামে গিয়েছিল।
অবশ্যই তুমি ভাগ্যবান । কারণ নিজ হাতে তুমি তোমার বাবার দাফন কাফন করতে পারছ ।
২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১৭
আমি মিন্টু বলেছেন:
©somewhere in net ltd.
১| ২৩ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:১৩
মানবী বলেছেন: মৃত মানুষদের নিয়ে মিথ্যা অপপ্রচারের নোংরামী করার মতো কীট পতঙ্গ আমাদের দেশে নিতান্ত কম নেই, ব্যাপারটা দুঃখজনক।
এক শ্রেনীর অসুস্থ মানসিকতার জীব রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে যেমন খুশী বানোয়াট গল্প প্রচার করে বিকৃত আনন্দ লাভ করে।
আল্লাহ্ বাংলাদেশকে সকল অপশক্তি থেকে রক্ষা করুন এই প্রার্থনা।